পুলিশের পরিচয় দিয়ে মহিলার সাথে সহবাস! পূর্ব বর্ধমানে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

Civic Volunteer Arrested

সৌভিক মুখার্জী, পূর্ব বর্ধমান: ফের পুলিশের বেড়াজালে এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer Arrested)। মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিশেষ দায়িত্বে থাকা ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে চারদিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

পরিচয় গোপন করে মহিলার সাথে সহবাস

স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। নাম আজাহার হোসেন। গত ১৪ অক্টোবর জেলা পুলিশের কাছে মেইল করে এক মহিলা অভিযোগ দায়ের করেছেন। ওই মহিলা পশ্চিম বর্ধমানের এক সরকারি হাসপাতালের কর্মী। তিনি জানিয়েছেন, ওই সিভিক ভলেন্টিয়ার আজাহারের সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর আলাপ হয়েছিল। তারপর ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং নিয়মিত তাদের কথা হতো। তবে ওই সিভিক ভলেন্টিয়ার আসলে নিজেকে রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার বাড়ি কলকাতায়।

আরও পড়ুন: বিয়ের মরসুমে সোনার দামে পতন, ঘাম ঝরাচ্ছে রুপো! আজকের রেট

এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার আজাহার হোসেন। নির্যাতিতার অভিযোগ, পুলিশ বাজেয়াপ্ত করে যে সমস্ত মোবাইল থানায় রেখে দিত, সেই সব মোবাইল থেকেই সে তাঁর সঙ্গে যোগাযোগ করত। এমনকি বাজেয়াপ্ত হওয়া বাইকে করেই ঘুরে বেড়াত। আর সবথেকে বড় ব্যাপার, পুলিশের পোর্টালের মাধ্যমে ওই মহিলার লোকেশন ট্র্যাক করত বলে অভিযোগ। দিনের পর দিন প্ররোচনার শিকার হয়ে আসছিলেন ওই মহিলা। অবশেষে গতকাল শুক্রবার জেলা পুলিশের পরামর্শেই বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা মহিলা। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

Leave a Comment