‘পুলিশ দলদাস, ওদের ভোটের ডিউটিতে রাখা যাবে না!’ সরব শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে একের পর এক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। BLO মৃত্যু এবং লিস্টে নাম না থাকায় ভোটারদের আত্মহত্যাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি পর্ব লেগেই রয়েছে। কিছুদিন আগেই রাজ্যে SIR প্রক্রিয়া বন্ধের জন্য নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী, যদিও তার বিরুদ্ধে গর্জে উঠেছিল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজ্য পুলিশকে টার্গেট করলেন শুভেন্দু।

ভোটব্যাঙ্ক সুরক্ষা প্রসঙ্গে শুভেন্দু

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করে আসছে যে অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও জানিয়েছিলেন তিনি। শুভেন্দু বলেছিলেন, “ নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন, তা আদতে কোনও গঠনমূলক কারণে নয়, অবৈধ ভোটব্যাঙ্ককে সুরক্ষা দেওয়ার জন্য।” এমনকি রাজ্যে অনুপ্রবেশ নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে বিজেপি। এমতাবস্থায় ভোটের কাজে দলদাস পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না বলে জাতীয় নির্বাচন কমিশনকে জানালেন শুভেন্দু।

সাংবাদিক বৈঠকে কী বললেন শুভেন্দু?

রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দিঘার পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানের প্রসঙ্গ টানেন। তাঁর অভিযোগ, রাজ্য পুলিশ নাকি অনুষ্ঠানের মাঝে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। আর এবার সেই পরিপ্রেক্ষিতেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের ভোটের কাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ”মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে কোনও সদস্যকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত ভোট এবং ভোট সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও কাজে রাখা চলবে না।” এমনকি তিন মাস আগেই নির্বাচন কমিশনকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের মুখে অন্ন তুলে দেবে পাকিস্তান, পাঠাবে ১ লক্ষ টন চাল

রাজ্য পুলিশকে তুলোধনা বিরোধী নেতার

সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, “ ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। তবে কিছু কাজ রয়েছে যা পুলিশের, কেন্দ্রীয় বাহিনীর নয়। সেক্ষেত্রে বাইরের রাজ্য থেকে পুলিশ আনা যেতে পারে।” এদিন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যের পুলিশ এমন আচরণ করে না বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এ রাজ্যের পুলিশ নিজেদের মর্যাদা, আত্মসম্মান খুইয়ে দিয়ে তৃণমূল সরকারের হয়ে কাজ করছেন। তাই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু সাফ জানান, ওঁদের সরিয়ে নির্বাচন করতে হবে।

Leave a Comment