প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন ফের আরজি কর ইস্যু নিয়ে ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! রাজ্য পুলিশের তদন্তকে ঊর্ধ্বে রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তুলোধোনা করলেন তিনি। সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই হাতে বেশ কয়েক মাস সময় থাকলেও এখন থেকেই ভোট ময়দানের প্রচারে নেমে পড়েছে সকলে। এদিকে আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ২৬ এর নির্বাচনের আগে এটাই শেষ শাসকদলের ছাত্র পরিষদের মেগা-সমাবেশ। আর সেখানেই এবার বিস্ফোরক বক্তব্য রাখলেন অভিষেক।
আরজি কর প্রসঙ্গ নিয়ে কী বললেন অভিষেক
বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখার সময় আরজি করে প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “ গতবার এই সময় আরজি কর নিয়ে রাজ্য উত্তাল ছিল। সেইসময় বলেছিলাম, যারা রাত দখলের লড়াই করেছেন সেই নারীদের সম্মান জানাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ১ দিনে যা করেছে, নরেন্দ্র মোদির সিবিআই একবছরেও তা করতে পারেনি।” এখানেই শেষ নয়, অপরাজিতা বিল বিধানসভায় পাশ হওয়ার পরও কেন এখনও আইনে পরিণত হল না, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এছাড়াও তিনি বলেন, “ আরজি কর কাণ্ডের প্রতিবাদে যারা রাত দখল করেছিল তাদের উদ্দেশ্য শুধু এই ঘটনার প্রতিবাদ করা নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যদি তা না হয় তাহলে এই বিল আটকে রাখল যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ নেই কেন? রাস্তায় নামেনি কেন?” এরপরই দোষীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠলেন তিনি।
“One year has passed since the tragic R G Kar incident. What Kolkata Police under Smt. @MamataOfficial achieved within 24 hours, @narendramodi’s CBI has failed to deliver even in a year. The Aparajita Anti-Rape Bill was unanimously passed in the Bengal Assembly, yet the Centre… pic.twitter.com/dkjD0MPkDo
— All India Trinamool Congress (@AITCofficial) August 28, 2025
ভোট ভবিষ্যৎবাণী নিয়ে মুখ খুললেন অভিষেক
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ভবিষ্যৎবাণী করলেন। তিনি জানান, “আগেরবার তৃণমূল যা আসন পেয়েছিল, আমি কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে, কমবে না। ২০১১ সালে ১৮৪টি আসন পেয়ে প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল। ২০১৬ সালে ৫ বছর কুৎসা করার পর তৃণমূলের আসন বেড়ে হয়েছিল ২১১। ২০১৬ থেকে ২০২১…কুৎসা যত বেড়েছে মানুষের আশীর্বাদও ততই বেড়েছে। ২১১টা হয়েছে ২১৫। এবার আমি বলছি বিজেপির ক্ষমতা থাকলে ৫০ পার করে দেখাক। আগামী দিনে লড়াইটা আমার বুঝে নেব।”
আরও পড়ুন: ৯২ কাঠা জমিতে নির্মিত হবে নতুন শ্মশান! যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা এবং বেসরকারি সংস্থা
প্রসঙ্গত, এদিন ভিনরাজ্যে বাঙালি হেনস্থা ইস্যু নিয়েও কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দাওয়ের রাজনীতি করি না। আমরা সাজিয়ে দাও, গুছিয়ে দাওয়ের রাজনীতি করি। যারা তৃণমূলকে ছোট করতে গিয়ে ১০ কোটি বঙ্গবাসীকে ছোট করেছে। যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাঙ্গ করেছে,যারা বলেছে বাংলা বলে কোনও ভাষা নেই, বাঙালি বলে কোনও জাতি নেই, তাদের বিরুদ্ধে ১০ কোটি বঙ্গবাসীর লড়াই।”