বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন অবসরের মরসুম চলছে। কিছুদিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন চেতেশ্বর পুজারা। IPL ছেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার সেই একই পথে পা বাড়ালেন 42 বছর বয়সী ভারতীয় তারকা অমিত মিশ্র (Amit Mishra Retirement)। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন মিশ্রা জি। কিন্তু কী কারণে এমন বড় সিদ্ধান্ত?
কেন ক্রিকেট ছাড়লেন অমিত?
আজ অর্থাৎ বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অবসরের কথা জানাতে অমিত লেখেন, 25 বছর পর আজ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। এই খেলাটাই আমার প্রথম প্রেম, প্রথম শিক্ষক এবং আনন্দের সবচেয়ে বড় উপাদান। ক্রিকেটের এই দীর্ঘ যাত্রায় আমি বহু আবেগ অনুভব করেছি। যার মধ্যে রয়েছে ভালবাসা, শিক্ষা, গর্ব এবং লড়াই।
এরপরই অমিত মিশ্র লেখেন, আমি ভারতীয় ক্রিকেট বোর্ড, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আমার কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ ও সকলের আগে সমর্থকদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাদের ভরসা এবং সমর্থনই আমায় শক্তি জুগিয়েছে।
অমিত আরও লেখেন, শুরুর দিনগুলোর সংগ্রাম ও ত্যাগ থেকে শুরু করে মাঠের অবিস্মরণীয় মুহূর্ত পর্যন্ত প্রতিটা অধ্যায়ই এমন একটি অভিজ্ঞতা যা আমাকে একজন ক্রিকেটার এবং একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে।
কিন্তু কেন অবসর নিলেন মিশ্র? খেলোয়াড়ের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পরই উঠে আসছে এমন একাধিক প্রশ্ন। সূত্রের খবর, মূলত বারবার চোট পাওয়া এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কারণেই ক্রিকেট থেকে হাত গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের একসময়ের দাপুটে ক্রিকেটার।
অবসরের পরও ক্রিকেটের সাথে জুড়ে থাকতে চান অমিত
জানা যাচ্ছে, ক্রিকেট থেকে অবসর নিলেও 22 গজের সাথে যুক্ত থাকতে চান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র। মূলত কোচিং করানো, ধারাভাষ্য দেওয়ার কাজ এবং তরুণ ক্রিকেটারদের নানাভাবে সাহায্য করা ও উপদেশ দেওয়ার ক্ষেত্রে তাঁকে পাওয়া যাবে বলেই আশা করা যায়। এছাড়াও ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় অগণিত ভক্তদের সাথে যুক্ত থাকবেন অমিত।
অবশ্যই পড়ুন: বেটিং অ্যাপের হয়ে প্রচার, প্রতারণার অভিযোগ! ইডির দফতরে শিখর ধাওয়ান
প্রসঙ্গত, ভারতীয় দলের জার্সি গায়ে ক্রিকেটের 3 ফরম্যাটেই খেলেছেন অমিত মিশ্র। পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, বাংলাদেশের বিরুদ্ধে 2003 সালে প্রথম একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। সেই থেকে আজ পর্যন্ত মোট 36টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অমিত। পাশাপাশি 2008 সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে 22টি টেস্ট খেলেছেন এই ভারতীয়। টি-টোয়েন্টি খেলেছেন মোট 10টি। আর এই যাত্রায় অমিতের উইকেট সংখ্যা, টেস্টে 76টি, একদিনের ম্যাচে 64টি এবং 10টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 16টি উইকেট নিয়েছেন সদ্য অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার।