পূর্ব বর্ধমানে মাত্র ৫ বছর বয়সের শিশুও নাকি বাবা! ভোটার তালিকায় ধরা পড়ল বিস্তর গরমিল

SIR Controversy

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, রাজ্যে এনুমারেশন প্রক্রিয়ার পর্ব শেষ হয়েছে, আর তারপরেই ‘ভুয়ো ভোটার’ ইস্যুতে (SIR Controversy) সরগরম রাজ্য রাজনীতি। এদিকে বঙ্গে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’-নিয়ে শুরু থেকেই বেশ সরব হয়েছেন তৃণমূল নেতারা। সমানে অভিযোগের কাঠগড়ায় তুলে চলেছেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। যদিও চুপ থাকেনি বিজেপি। আর এই তর্ক বিতর্কের মাঝেই ভোটার তালিকা নিয়ে সব ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শীতলগ্রামে। পিতা পুত্রের বয়সের পার্থক্য নাকি মাত্র ৫।

বাবা ও ছেলের বয়সের পার্থক্য মাত্র ৫!

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, মঙ্গলকোটের শীতলগ্রামে ১৭৫ নম্বর বুথে ভোটার তালিকায় বড় অসঙ্গতি ধরা পড়েছে। যেখানে ৪৩৪ ক্রমিক নম্বরে নাম রয়েছে গ্রামের বাসিন্দা সরোজ মাঝির। আর তাঁর বয়স উল্লেখ করা রয়েছে ৬৩ বছর। এদিকে ওই একই ভোটার তালিকায় লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝিকে সম্পর্কে সরোজ মাঝির দুই ছেলে হিসাবে দেখানো হয়েছে। কিন্তু ৪৩৫ ক্রমিক নম্বরে লক্ষ্মী মাঝির বয়স উল্লেখ করা হয়েছে ৫৯ বছর শুধু তাই নয় ৪৩৭ নম্বরে সাগর মাঝির বয়স উল্লেখ করা হয়েছে ৫৮ বছর। অবাক করা বিষয় হল বাবা ও দুই ছেলের বয়সের পার্থক্য মাত্র ৫ বছর। আর তাতেই সন্দেহ বাড়তেই বেরিয়ে এল এক চাঞ্চল্যকর তথ্য।

ভুয়ো ভোটার নিয়ে শোরগোল এলাকায়

ভোটার তালিকায় পিতা পুত্রের বয়সের পার্থক্য প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে, ২২ বছর আগে বাংলাদেশ থেকে দুই ভাই লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি এই শীতলগ্রামে এসে বসবাস শুরু করেছিলেন। তখন ২০০৬ সালে তাঁদের ভোটার তালিকায় নাম তোলা হয়। ওই একই গ্রামের বাসিন্দা সরোজ মাঝিকে বাবা দেখিয়ে বাম আমলে নাম তোলা হয়েছিল বলে অভিযোগ। এদিকে ভোটার তালিকায় নাম উঠলেও বয়সের ভুল সেই থেকেই। SIR শুরু হতেই বিষটি নজরে আসে। তাই সেক্ষেত্রে হয়ত এবার তাদের ডাকা হতে পারে হেয়ারিংয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: ‘রাজ্য সরকারের কমিটির তদন্তের ক্ষমতা নেই!’ যুবভারতী কাণ্ডে হাইকোর্টে দায়ের জোড়া মামলা

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে আগত লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি দুই ভাইই স্বীকার করেছেন যে তাঁদের প্রকৃত বাবা সরোজ মাঝি নয়। এদিকে আবার সরোজ মাঝিও স্বীকার করেছেন, দুই ভাই তার ছেলে নয়। বাংলাদেশ থেকে আসার পরে এলাকার সিপিএম নেতাদের কথায় তাঁকে বাবা দেখিয়ে নাম তোলানো হয়েছে। এখন সংশোধন করতে প্রস্তুত তিনি। যদিও বর্তমানে দুই ভাইয়ের পরিবারেই রয়েছে ভারতীয় ভোটার কার্ডের পাশাপাশি আধার ও রেশন কার্ড। দুই পরিবার পায় বিভিন্ন সরকারি সুবিধা। আর এই ঘটনার পরেই ফের তৃণমূল সিপিআইএম এর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে।

Leave a Comment