প্রীতি পোদ্দার, কলকাতা: ট্যাঙ্ক খুললেই দেখা যাচ্ছে পেট্রোলের পরিবর্তে জল! যার জেরে আচমকাই সমস্ত বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে সকলের। এমনকি অচল হয়ে যাচ্ছে গাড়িগুলিও। অভিযোগ পূর্ব বর্ধমানের এক পাম্প থেকে কেনা পেট্রোল বাইকে ভরলেই হয়ে যাচ্ছে বিকল। এবার তাই নিয়ে বাঁধল জোর বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় ভাতার থানার পুলিশ বাহিনী।
ঘটনাটি কী?
‘TV 9’ এর রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমানের কাটোয়া রাজ্য সড়কের ধারে ভাতারের বেলেণ্ডা গ্রামের মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প রয়েছে। গত সোমবার অর্থাৎ ১৪ জুলাই সকালে কয়েকজন বাইক আরোহী ওই পেট্রল পাম্প থেকে তেল ভরেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হল তেল ভরার কিছুক্ষণের মধ্যেই ওই সমস্ত বাইক এবং গাড়ির স্টার্ট বন্ধ হয় যায়। একেবারে অচল হয়ে যায়। ফলে রাস্তায় বেরিয়ে দুর্ভোগ পোহাতে হয় বাইক আরোহীরা।
পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে জল?
এদিকে মাঝরাস্তায় এমন অবস্থা বুঝে অনেকেই আশেপাশের মেকানিকের দোকানে নিয়ে গেলে জানা যায় পেট্রোলের সঙ্গে জল মেশানোর কারণে ইঞ্জিন খারাপ হয়েছে। আসলে ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে তা জলের সংস্পর্শে এসে পুরোটাই জলে পরিণত হচ্ছে, আর তাতে ইঞ্জিন সহ বাইকের অন্যান্য যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পরেরদিন অর্থাৎ মঙ্গলবার, অনেক ক্রেতা আবার ওই পেট্রোল পাম্প থেকে তেল কিনতে গেলে দেখেন যে পেট্রোলের সঙ্গে জল মিশিয়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে।
আরও পড়ুন: সঞ্জয়ের বেকসুর খালাসের আবেদন গ্রহণ করল হাইকোর্ট! শুনানি সেপ্টেম্বরে
এরপরই পাম্প কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ এক চরম আকার ধারণ করে। অভিযোগ উঠেছে, এর আগেও ভাতারের এই পেট্রল পাম্পে এই ধরনের ভেজাল মেশানো পেট্রল দেওয়া হয়েছিল। সেই সময় ক্রেতাদের হুমকিতে পেট্রল পাম্প কয়েকদিনের জন্য বন্ধ রেখে দিয়েছিল কর্তৃপক্ষ। ফের এই একই ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় বাসিন্দারা এবার পুলিশের কাছে ওই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শুরু হয়েছে তদন্ত।