পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলরের অনুগামীর দিকে

South DumDum Crime Killing Attempt On a Man

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গায়ে পেট্রোল ঢেলে এক যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলরের অনুগামীর দিকে। ঘটনাস্থল, উত্তর 24 পরগনার দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল (South Dumdum Crime)। আক্রান্ত যুবকের শরীরের অন্তত 20 শতাংশ পুড়ে গিয়েছে বলেই খবর। ইতিমধ্যেই নাকি ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবককে প্রকাশ্যে পুড়িয়ে মারার চেষ্টা করেন তৃণমূল কাউন্সিলরের অনুগামী

খোঁজ নিয়ে জানা গেল, উত্তর দমদম পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে যুবকের গায়ে আগুন লাগিয়ে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন তৃণমূল কাউন্সিলরের এক ঘনিষ্ঠ অনুগামী। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম সুশান্ত দাস। জানা গিয়েছে, তিনি এবং তাঁর সহযোগীরা জোর করে ওই যুবককে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন।

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বুধবার কালী মায়ের প্রতিমা নিরঞ্জন করে তারকনাথ কলোনি এলাকায় দাঁড়িয়েছিলেন ওই এলাকারই এক পরিবারের জামাই রঞ্জিত কর্মকার। ঠিক সেই সময় সেখান উপস্থিত হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তাঁর অনুগামী সুশান্ত দাস ও সুমন ব্যানার্জী সহ অন্যান্য সহযোগীরা।

অভিযোগ, আচমকা পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইক থেকে পেট্রোল বের করে পাড়ার জামাই রঞ্জিতের গায়ে আগুন ধরিয়ে দেয় কাউন্সিলরের ঘনিষ্ঠ অনুগামী সুশান্ত এবং তাঁর দলবল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। এরপরই রঞ্জিতকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। যদিও হাসপাতাল সূত্রে খবর, রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক।

অবশ্যই পড়ুন: ম্যাচের মাঝেই রোহিতের সাথে তর্কাতর্কি আইয়ারের! ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, পুলিশি তদন্তে জানা গিয়েছে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ সুশান্ত দাস এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়ান। তাঁর বিরুদ্ধে কথা বলে এমন সাধ্য নেই কারোর! তবে কেন তিনি ওই এলাকার জামাই রঞ্জিতকে প্রাণে মারার চেষ্টা করলেন তা জানা যায়নি। এদিকে রঞ্জিতের শ্বশুরমশাই জানিয়েছেন, তাঁর জামাইয়ের সাথে এলাকার কারোর কোনও শত্রুতা নেই।

Leave a Comment