সহেলি মিত্র, কলকাতা: বিধানসভা ভোটের মুখে লটারি লাগল রাজ্যের পেনশনভোগীদের। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, রবিবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ১ অ্যান মার্গে অবস্থিত ‘সংকল্প’ ভবনে ১ কোটি ১২ লক্ষেরও বেশি পেনশনভোগীর অ্যাকাউন্টে ১২৪৭.৩৪ কোটি টাকা ট্রান্সফার করেছেন। জুলাই মাসের জন্য ১১০০ টাকা পেনশনের পরিমাণ সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের (Samajik Suraksha Pension Yojana) সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
ভোটের মুখে পেনশন পেলেন বহু মানুষ
অনুষ্ঠানে সমাজকল্যাণ বিভাগের সচিব বন্দনা প্রেয়াসী সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের আওতায় জুলাই মাসে প্রদত্ত পেনশনের পরিমাণ এবং সুবিধাভোগীর সংখ্যা সম্পর্কে তথ্য প্রদান করেন। সেইসঙ্গে বলেন যে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, সমাজকল্যাণ বিভাগ সকল যোগ্য সামাজিক নিরাপত্তা পেনশনভোগীদের এই সুবিধা প্রদানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পেনশন আরও সহজলভ্য করার জন্য, সমাজকল্যাণ বিভাগ ১৮০০৩৪৫৬২৬২ নম্বরে একটি টোল ফ্রি নম্বর জারি করেছে। তিনি বলেন, সোমবার থেকে শনিবার পর্যন্ত পেনশন সম্পর্কিত যেকোনো ধরণের তথ্য পাওয়া যাবে এবং অভিযোগ নথিভুক্ত করা যাবে।
এদিকে মুখ্যমন্ত্রী বলেন,’ এটা অত্যন্ত আনন্দের যে, সামাজিক নিরাপত্তা পেনশনের আওতায় জুলাই মাসের পেনশনের পরিমাণ ১১০০ টাকা হারে সকল বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আমি ইতিমধ্যেই প্রতি মাসের ১০ তারিখে সকল সুবিধাভোগীর অ্যাকাউন্টে পেনশনের পরিমাণ পাঠানোর নির্দেশ দিয়েছি। সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সময়মতো পেনশনের পরিমাণ পৌঁছানো তাদের জন্য সুবিধাজনক হবে।’
आज 1 अणे मार्ग स्थित ‘संकल्प’ में आयोजित कार्यक्रम में सामाजिक सुरक्षा पेंशन योजना के अंतर्गत 1 करोड़ 12 लाख रु॰ से अधिक पेंशनधारियों के खाते में 1247.34 करोड़ रु॰ की राशि डी॰बी॰टी॰ के माध्यम से हस्तांतरित की। सामाजिक सुरक्षा पेंशन योजना के लाभार्थियों को जुलाई माह की 1100 रु॰ की… pic.twitter.com/nIOEGpv0kZ
— Nitish Kumar (@NitishKumar) August 10, 2025
জুন মাস থেকে অতিরিক্ত টাকা দিচ্ছে সরকার
মুখ্যমন্ত্রী বলেন, জুন মাস থেকে রাজ্য সরকার সামাজিক সুরক্ষা পেনশনের আওতায় বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা মহিলাদের প্রতি মাসে প্রদত্ত পেনশনের পরিমাণ ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করেছে। এই সিদ্ধান্তের আলোকে, ২০২৫ সালের ১১ জুলাই, জুন মাসের জন্য আমার মাধ্যমে প্রতি সুবিধাভোগী ১১০০ টাকা হারে মোট ১ কোটি ১১ লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছিল, এই কাজে রাজ্য সরকার মোট ১ হাজার ২শ ২৭ কোটি টাকা ব্যয় করেছে।
আরও পড়ুনঃ প্রথম দিনই বিনা টিকিটে শিয়ালদা-রানাঘাট AC লোকালে উঠলেন ব্যক্তি, ধরা পড়ে…
রাজ্যে ৬টি পেনশন প্রকল্প চলছে
আপনাদের জানিয়ে রাখি যে রাজ্যে ৬টি সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার মধ্যে ৩টি পেনশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এবং ৩টি পেনশন প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে জাতীয় পেনশন প্রকল্পগুলি হল ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধাশ্রম পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প, অন্যদিকে রাজ্য পেনশন প্রকল্পের অধীনে লক্ষ্মীবাই সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্প, বিহার প্রতিবন্ধী পেনশন প্রকল্প এবং মুখ্যমন্ত্রী বৃদ্ধাশ্রম পেনশন প্রকল্প রয়েছে।