সহেলি মিত্র, কলকাতা: পেনশন প্রাপকদের জন্য রইল দারুণ সুখবর। এবার আপনি বাড়িতে বসে সহজেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র পেয়ে যেতে পারবেন। UIDAI -এর তরফে এবার এমন এক ব্যবস্থা করা হয়েছে যার দরুণ লাভবান হবেন আপনি। এতদিন লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে যথেষ্ট ঝক্কি পোহাতে হত বয়স্কদের। দীর্ঘ লাইন, অসংখ্য, কাগজপত্র এবং এদিকে সেদিক ছোটাছুটির ঝামেলা তো ছিলই। তবে এসব থেকে এবার মুক্তি দিল UIDAI। আসলে এবার আপনি বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটের মধ্যে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
লাইফ সার্টিফিকেট জমা করার প্রক্রিয়া সহজ করল UIDAI
UIDAI বা আধার কার্ড প্রদানকারী সংস্থা পুরো প্রক্রিয়াটি যথেষ্ট সহজ করে দিয়েছে। পেনশনভোগীরা এখন কেবল তাদের মোবাইল ফোন ব্যবহার করেই ঘরে বসেই একটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) তৈরি করতে পারবেন। UIDAI এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে এখন পেনশনভোগীদের শুধুমাত্র দুটি মোবাইল অ্যাপের সাহায্যে তাদের ডিজিটাল জীবন শংসাপত্র তৈরি করতে হবে, AadhaarFaceRD অ্যাপ (ফেস অথেনটিকেশনের জন্য) এবং JeevanPramaan অ্যাপ (জীবন শংসাপত্র তৈরির জন্য)।
দুটি অ্যাপই অ্যান্ড্রয়েড মোবাইলে সহজেই ডাউনলোড করা যায় এবং এই প্রক্রিয়াটি এত সহজ যে বয়স্করাও নিজেরাই বা পরিবারের সদস্যদের সামান্য সাহায্যে এটি করতে পারেন।
ধাপ ১: AadhaarFaceRD
ফেস অথেনটিকেশনের জন্য প্রথমে AadhaarFaceRD অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপটি আপনার মুখ আধার ডাটাবেসের সাথে মিলিয়ে আপনার পরিচয় যাচাই করে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ এবং এর জন্য কোনও OTP বা ফিঙ্গারপ্রিন্টের দরকার পড়ে না।
ধাপ ২: JeevanPramaan অ্যাপ
ফেস অথেনটিকেশন সম্পন্ন করার পর, পেনশনভোগীদের জীবনপ্রমাণ অ্যাপ খুলতে হবে। এখানে, তাদের কিছু মৌলিক তথ্য প্রবেশ করতে হবে, যেমন তাদের আধার নম্বর, পেনশনের ধরণ, ব্যাঙ্কের বিবরণ এবং মোবাইল নম্বর। সেই নম্বরে একটি OTP পাঠানো হবে। এটি প্রবেশ করার পর, অ্যাপটি আপনার মুখ আবার স্ক্যান করার অনুমতি চাইবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে, অ্যাপটি আপনার জন্য একটি ডিজিটাল জীবন শংসাপত্র তৈরি করবে।