পেনশন নিয়ে খারাপ খবর শোনাল কেন্দ্র!

Unclaimed Money

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি কেন্দ্রীয় সরকারি পেনশনের অপেক্ষায় বসে আছেন? তাহলে আপনার জন্য রইল খুবই খারাপ খবর। আসলে এবার কেন্দ্রীয় সরকারের তরফে এমন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যার ফলে আপনারাও মাথায় চিন্তার বাজ ভেঙে পড়তে পারে। সরকারের তরফে এক প্রকার জানিয়ে দেওয়া হল যে, তাদের পক্ষে এখনই বাড়তি পেনশন দেওয়া সম্ভব নয়। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বাড়ছে না পেনশনের টাকা?

সরকারি বা বেসরকারি কোম্পানিতে কর্মরত কর্মীরা এখন  বর্তমানে ১০০০ টাকা পাচ্ছেন। তবে, তা বাড়ানোর বিষয়ে অনেক আলোচনা চলছে। এদিকে পিএফ অ্যাকাউন্টধারীদের দীর্ঘ কয়েক বছর ধরে দাবি, এই অঙ্ক ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০০ টাকা করা হোক। এই নিয়ে বিস্তর কয়েক দফা সরকারের সঙ্গে আলোচনাও হয়েছে। তবে এরপর আর বিষয়টি এগোয়নি। তবে অবশেষে ন্যূনতম পেনশন (Minimum Pension) বৃদ্ধির দাবির বিষয়টি নিয়ে রাজ্যসভায় বড় মন্তব্য উঠে এল কেন্দ্রীয় সরকারের।

মোদী সরকার কী টাকার অঙ্ক বাড়াবে? আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্র কার্যত বুঝিয়ে দিয়েছে, আপাতত তেমন পরিকল্পনা সরকারের নেই। তাদের দাবি, পেনশন তহবিলে ঘাটতি রয়েছে। বাজেট বরাদ্দের মাধ্যমে তা পূরণ করা হয়। স্বাভাবিকভাবেই সরকারের এহেন উত্তরের পরে ক্ষোভ ছড়িয়েছে সরকারি থেকে শুরু করে বেসরকারি সংগঠনে চাকুরীজীবিদের। কেন্দ্রকে চিঠি দিয়েছে ট্রেড ইউনিয়নগুলি।

কেন্দ্রকে চিঠি দিল ট্রেড ইউনিয়নগুলি

মুদ্রাস্ফীতির কবলে পড়ে জেরবার অবস্থা সকলের। এহেন পরিস্থিতিতেও ২০১৪-এ ন্যূনতম পেনশন ১০০০ টাকা করার পর আর বাড়েনি। বারংবার টাকার অঙ্ক বৃদ্ধির দাবি জানানো হচ্ছে। এই বিষয়ে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ জানান, তাঁরা ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। তাঁর কথায়, ‘‘সংসদীয় কমিটি অনেক আগেই ন্যূনতম পেনশন ৩০০০ টাকা করার সুপারিশ করেছে। কেন্দ্র অটল পেনশন যোজনায় মাসে ৩০০০ টাকা করে পেনশন দিচ্ছে। সেই প্রকল্পে গ্রাহকেরা যে টাকা দেন, তার তুলনায় পিএফ-এর তহবিলে কর্মীদের দেওয়া টাকার অঙ্ক অনেক বেশি।’’ এই নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘পিএফেও বাজেট বরাদ্দ বাড়িয়ে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি জানিয়েছি আমরা।’’

আরও পড়ুনঃ কবে থেকে চালু হচ্ছে PAN Card 2.0? থাকবে কী কী সুবিধা? জানাল কেন্দ্র

টিইউসিসি-র সাধারণ সম্পাদক এবং পিএফ-এর অছি পরিষদের সদস্য এস পি তিওয়ারি বলেন, ‘‘ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি জানিয়েছি। হিসাব কষে দেখিয়েছি, পিএফ-এর তহবিল থেকেই মাসে ২৫০০ টাকা দেওয়া সম্ভব।’’

Leave a Comment