সহেলি মিত্র, কলকাতাঃ একে তো সরকারি কর্মীদের অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে অপেক্ষার শেষ হচ্ছে না, অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স (ToR) নিয়ে একটি বড় বিতর্ক দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত বেশ কয়েকটি কর্মচারী সংগঠন এবং ট্রেড ইউনিয়ন অভিযোগ করেছে যে সরকার প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীকে নতুন বেতন কমিশনের আওতা থেকে বাদ দিয়েছে। এছাড়াও, টিওআরে সুপারিশগুলি বাস্তবায়নের তারিখের কোনও উল্লেখ নেই, যা কর্মচারীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। তবে বেশিদিন অন্ধকারের মধ্যে থাকতে হবে না কাউকে। এর কারণ ডিসেম্বর মাস পড়তে না পড়তেই খোদ কেন্দ্রীয় সরকার সকলের সব প্রশ্নের জবাব দিয়ে দেবে।
অষ্টম বেতন পে কমিশন নিয়ে জবাব দেবেন অর্থমন্ত্রী?
বেশ কয়েকটি ইউনিয়ন সরকারের একতরফাভাবে নতুন বেতন কমিশন গঠন এবং এর জন্য একটি নীলনকশা তৈরির বিরোধিতা করেছে এবং বিক্ষোভের হুমকিও দিয়েছে। তবে, সরকার এখনও পর্যন্ত এই দাবিগুলিতে সম্পূর্ণ নীরবতা পালন করেছে। কিন্তু আর কয়েকদিনের অপেক্ষা, ব্যস তারপরেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সকলের নজর এখন ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনের দিকে। আশা করা হচ্ছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
আগের অধিবেশনগুলির মতো, অষ্টম বেতন কমিশন সম্পর্কে অনেক প্রশ্ন উত্থাপিত হবে, তবে এবার, সাংসদরা সরাসরি প্রশ্ন উত্থাপন করতে পারেন, বিশেষ করে টিওআর-এর অসঙ্গতি সম্পর্কে। কেবল টিওআরই নয়, কেন্দ্রীয় কর্মচারীদের দীর্ঘকাল ধরে চলমান অনেক দাবি, যেমন পেনশন, ডিএ এবং অন্যান্য অবসরকালীন সুবিধা, এই অধিবেশনে প্রধান ইস্যু হয়ে উঠতে পারে। ২ ডিসেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জিজ্ঞাসা করা হবে যে বেতনভোগী কর্মচারীদের তাৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য পেনশন এবং মহার্ঘ্য ভাতা এবং ত্রাণ (DA এবং DR) মূল বেতনের সাথে এক করা হবে কিনা। তাকে আরও জিজ্ঞাসা করা হবে কেন পেনশন সংস্কারগুলি অষ্টম বেতন কমিশনে অন্তর্ভুক্ত করা হয়নি।
কোন ৩টি প্রশ্নের জবাব দিতে পারেন অর্থমন্ত্রী?
১) সরকার কি সম্প্রতি অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন প্রতিষ্ঠার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে? যদি তাই হয়, তাহলে এর বিবরণ এবং কার্যপরিধি (TOR) কী কী?
২) কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তাৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য সরকার কি বিদ্যমান ডিএ এবং ডিআরকে মূল বেতনের সাথে একীভূত করতে চলেছে? যদি তাই হয়, তাহলে সরকারের পরবর্তী প্ল্যান কী? যদি না হয়, তাহলে এর পিছনে কারণ কী?
৩) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পেনশন সংশোধনের প্রস্তাব কি অষ্টম বেতন পে কমিশনে অন্তর্ভুক্ত ছিল না? যদি না থাকে, তাহলে এর কারণ কী?