বিক্রম ব্যানার্জী, কলকাতা: উসকে গেল IFA শিল্ড ফাইনালের স্মৃতি। প্রতিবেশী মোহনবাগান যেভাবে সে আসরে ইস্টবেঙ্গলকে টাইব্রেকার থেকে মাঠ ছাড়া করেছিল, আজ সুপার কাপের ফাইনালেও (East Bengal Vs FC Goa) সেই একই ঘটনার সাক্ষী থাকলো ভারতীয় ফুটবল। পেনাল্টি শুটআউট ভাগ্য যে লাল হলুদের খুব একটা ভালো নয় তা আরও একবার প্রমাণ করল শহরের ঐতিহ্যবাহী দল। গোটা ম্যাচ মস্তানি করে খেলা সত্ত্বেও শেষ পর্যন্ত গোয়ার কাছে মাথা নোয়াতে হল ইস্টবেঙ্গলকে। একেই বোধ হয় বলে জিততে জিততে পরাজয়।
গোটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও সুপার কাপ নিয়ে চলে গেল গোয়া
শেষবারের মতো, মোহনবাগানকে আটকে দিয়ে সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল অস্কার ব্রুজোর দল। সেখান থেকেই পুরনো ব্যর্থতা ভুলে স্বপ্ন দেখতে শুরু করেছিল মশাল ব্রিগেড। বুক ভরা প্রত্যাশা নিয়ে সেমির মঞ্চে পাঞ্জাবকে সামনে পেয়েছিল তারা। সেখানেও ঝকঝকে ফুটবল দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল বহুদিন চ্যাম্পিয়ন তকমা থেকে দূরে থাকা ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত সুপার কাপের মহামঞ্চে নেমে গোয়াকে সমানে সমানে টেক্কা দিয়েছে বাগান প্রতিবেশী।
রবিবার ঘরের মাঠে লাল হলুদের বিরুদ্ধে সুযোগ তৈরি করতে গিয়েও বারবার মুখ থুবড়ে পড়েছে ভিন রাজ্যের দল। অন্যদিকে তারাও ইস্টবেঙ্গলকে গোলের মুখ খুলতে দেয়নি। এদিন মাঝ মাঠে দাপাদাপি করতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল এবং গোয়ার ছেলেদের। তবে সুযোগের সদ্ব্যবহার করে জালে বল জড়ানোর কাজটা করতে পারেননি কেউই। যার জেরে শেষ পর্যন্ত বিচক্ষণ ফুটবল দেখিয়েই দুই দল গোলশূন্য ড্র এ পৌঁছয়। তবে এ তো ফাইনাল। তাই ম্যাচ বাধ্য হয়ে পৌঁছয় টাইব্রেকারে। অনেকেই মনে করছেন, বোধহয় সেখানেই ম্যাচ হেরে গেছিল ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: আর ধৰ্মতলার L20 বাসস্ট্যান্ড থেকে মিলবে না বাস, রইল নতুন ঠিকানার সন্ধান
লাল হলুদের পেনাল্টি শুটআউট ভাগ্য ভালো নয়, সেটা জানতেন সমর্থকরা। তবুও বুকে পাথর চেপে পছন্দের দলটাকে জিততে দেখতে চাইছিলেন তারা। এবারে আশা ছিল মহম্মদ রশিদ, মিগুয়েলদের উপর। সেই মতোই একে একে পেনাল্টি শট করে এগিয়ে যাচ্ছিল দুই দলই। তবে পাঁচ নম্বর গোলটা করতেই শেষের 6 নম্বর শটে আটকে যায় বিনো জর্জের ছেলেরা। এদিন একেবারে জান লাগিয়ে ইস্টবেঙ্গলের শেষ গোলের সুযোগটা নষ্ট করে দেন গোয়ার গোলরক্ষক। অন্যদিকে লাল হলুদের সেই হতাশাকে কাজে লাগিয়ে সাহিল তাভোরার পায়ে 6 নম্বর গোল করে সুপার কাপ পকেটে ভরে নিল সেমিফাইনালে মুম্বইকে হারানো গোয়া। তাতে ফের প্রাপ্তি বলতে একরাশ ব্যর্থতা এবং মন খারাপ নিয়ে ঘরে ফিরতে হল কলকাতার ঐতিহ্য বলে পরিচিত দলটার ভক্তদের।