‘পে কমিশনের রিপোর্ট নিয়ে কর্মীদের নো চিন্তা! ঠিক সময়ে মিলবে DA’, তথ্য ফাঁস মলয়ের

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ১৬ জানুয়ারি, ২০২৫-এ অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে আগামী বছর, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই কমিশন কার্যকর হবে।

আর সেই নির্দেশের পরেই প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী কমিশন সুপারিশের অপেক্ষায় রয়েছেন। এবার সেই কমিশন নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

DA নিয়ে ফেসবুক পোস্ট মলয়ের!

সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে মলয় মুখোপাধ্যায় লেখেন, “কমিশনের চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রের বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই। কারণ পেকমিশনের রিপোর্ট প্রকাশ পেতে দেরি হলেও তাদের বেতন বৃদ্ধি হবে ০১.০১.২৬ থেকে এবং তাদের DA শুরু হবে ০১.০৭.২০২৬ থেকে৷ ”

এছাড়াও তিনি তাঁর পোস্টে কেন্দ্রীয় কর্মীদের বেতন নিয়ে লেখেন, “যদি কেন্দ্রীয় কর্মীদের DA বেতন, নিদিষ্ট সময় থেকে ৪ থেকে ৫ মাস দেরি হচ্ছে, সেক্ষেত্রেও ওই ৪/৫ মাসের বকেয়া পাবেন তারা৷ তবে আমাদের ক্ষেত্রে তা হয় না৷ কেন্দ্রের ৭ ম বেতন কমিশনের বেতন বৃদ্ধি হয়েছিল ০১.০১.১৬ থেকে আর ডিএ শুরু হয়ে ছিল ০১.০৭.১৬ থেকে৷ আমাদের বেতন বৃদ্ধি ০১.০১.২০ থেকে আর DA দেওয়া হয়েছিল কোনও নিয়ম না মেনে ০১.০১.২১ থেকে৷”

কবে থেকে চালু হবে অষ্টম বেতন কমিশন?

জানা গিয়েছে, অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা এবং পেনশন পর্যালোচনা করার এক নয়া প্যানেল। যার মূল লক্ষ্য হল মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন এবং সুবিধাগুলি সংশোধন করা।

২০১৬ সালে সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল, এবার ১০ বছর পর ২০২৬ সালে নতুন বেতন কাঠামো প্রবর্তন হতে চলেছে কেন্দ্রে। এদিকে রাজ্যে DA বিতর্কের জট কিছুতেই কাটছে না। সুপ্রিম কোর্ট DA সংক্রান্ত মামলায় শুনানির রায় দিয়ে দিলেও কোনো সুরাহা হয়নি।

আরও পড়ুন: পুরনো জামা কাপড় দিয়ে নিয়ে আসুন ব্র্যান্ডেড পোশাক, বিরাট অফার আম্বানির

ইতিমধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে না পারায়, সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই প্রসঙ্গে রাজ্যের দাবি তাঁরা কোনো নিয়ম ভঙ্গ করেনি।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রাজ্য কর্মীদের DA প্রদানের ক্ষেত্রে আরও ৬ মাস সময় চেয়ে নিয়েছে। সেক্ষেত্রে কোনো আইনি নিয়ম অবাধ্য করা হয়নি। এবার দেখার পালা কবে কেন্দ্রের মত রাজ্যের কর্মচারীদের কপালে DA বৃদ্ধির সুখ জোটে।

Leave a Comment