পৌনে এক ঘণ্টার রাস্তা ৫ মিনিটে, গঙ্গাসাগর সেতু নিয়ে কাটল জট, কবে সম্পূর্ণ হবে ব্রিজ?

Gangasagar Setu

সহেলি মিত্র, কলকাতাঃ গঙ্গাসাগর সেতু (Gangasagar Setu) নির্মাণ ইস্যুতে বড় আপডেট সামনে এল। কবে এই ব্রিজ নির্মাণ হবে? সেই নিয়ে দীর্ঘদিন ধরে উঠছে প্রশ্ন। দীর্ঘদিন ধরে দরপত্র সহ নানা ইস্যুতে ব্রিজ তৈরির কাজ থমকে ছিল। তবে অবশেষে সেই দীর্ঘ জট কাটল বলে মনে হচ্ছে। রাজ্য পূর্তদপ্তরের তৎপরতায় দরপত্র ডেকে নির্মাণকারী সংস্থা চূড়ান্ত করার কাজও সম্পন্ন হয়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে মুড়িগঙ্গার ওপর ব্রিজ তৈরির দায়িত্ব কোন কোম্পানি পেল? তাহলে সেটা জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার পেল এই কোম্পানি

জানা গিয়েছে, কাজের দায়িত্ব পেয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)। সেতু নির্মাণের জন্য ১৫৬৭ কোটি টাকা খরচ ধরা হয়েছে বলে খবর। খুব শীঘ্রই ব্রিজ তৈরির কাজ শুরু হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। ইতিমধ্যে সেতুর জন্য প্রয়োজনীয় জমি কেনার কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। ফলে নির্মাণকাজ শুরু করতে আর কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই দাবি প্রশাসনিক মহলের। রাজ্যের এক আধিকারিকের কথায়, প্রস্তাবিত সেতুটি চার কিলোমিটার দৈর্ঘ্যের হবে। এই ‘ওভারডোজড কেবল স্টেইড’ সেতুটি দাঁড়িয়ে থাকবে ২১টি পিলারের উপর। যার মধ্যে ১৯টি তৈরি হবে মুড়িগঙ্গার উপর।

জানা গিয়েছে, ৪.৮৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি, রাজ্যের কোনও নদীর উপর দীর্ঘতম ব্রিজ হতে চলেছে। এতদিন যেখানে ট্রলার বা লঞ্চে করে নদী পার হতে ৪৫ মিনিটের সময় লাগত এখন সেই সময় কমিয়ে পাঁচ মিনিট বা তার বেশি কিছু সময় লাগবে। প্রকল্পটির আনুমানিক ব্যয় ১,৪৩৮.৬২ কোটি। সেতু নির্মাণের বাস্তবায়নকারী সংস্থা রাজ্য গণপূর্ত বিভাগ গত বছর দরপত্র আহ্বান করেছিল। কয়েকটি বর্ধিত সময়ের পর, কোম্পানিগুলির দরপত্র জমা দেওয়ার বর্তমান সময়সীমা ২৪ জুন পর্যন্ত বাড়ায়।

ব্রিজ তৈরি হতে সময় লাগবে ৪ বছর!

যাইহোক, সেতুটি চালু হতে আনুমানিক সময় বছর ৪ লেগে যাতে পারে বলে খবর। কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছানোর জন্য, এখন একটি গাড়িতে কাকদ্বীপ লট নম্বর ৮-এ যেতে হবে। সেখান থেকে, জাহাজটি তাদের সাগর দ্বীপের কচুবেড়িয়ায় নিয়ে যাবে। কাকদ্বীপ থেকে সাগর দ্বীপে ফেরি গাড়ি চলাচলের জন্য বার্জের ব্যবস্থা আছে, কিন্তু পরিষেবাগুলি খুব একটা দেখা যায় না। বলা ভালো, খারাপ পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসেন। একবার ফ্লাইওভারটি চালু হয়ে গেলে, কাকদ্বীপ থেকে সাগর দ্বীপে পৌঁছাতে লোকজনের মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে। এখন এই দূরত্ব পার করতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে।’

আরও পড়ুনঃ বিয়ের মরসুমে বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

“কলকাতায় জরুরি পরিবহনের প্রয়োজন এমন রোগী এই সেতু ব্যবহার করতে পারবেন। নদী পার হওয়ার জন্য জাহাজ চলাচলের জন্য তাদের জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে না,” রাজ্য সরকারের একজন কর্মকর্তা বলেন। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রায় ১২ একর জমি কিনবে।

Leave a Comment