পৌষের শেষ লগ্নেও হাড় কাঁপাচ্ছে ঠান্ডা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই শেষ হতে চলেছে পৌষ মাস। কিন্তু এখনও ভয়ংকর শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণবঙ্গ (South Bengal)। কলকাতায় তাপমাত্রা যেমন কমেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের একাধিক জেলায় পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রির ঘরে। এর অন্যতম কারণ হল উত্তুরে হাওয়া অবাধ প্রবেশ। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আপাতত কয়েক দিন এই পরিস্থিতিই বজায় থাকবে। ফলে শীতের সঙ্গে কুয়াশাও জাঁকিয়ে বসেছে।

চলতি মরসুমে দক্ষিণবঙ্গের ঠান্ডা উত্তরবঙ্গকেও টেক্কা দিচ্ছে। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে সর্বনিম্ন। তবে দার্জিলিঙের পরেই শীতলতম শহর দক্ষিণবঙ্গের বীরভূমের শ্রীনিকেতন, যেখানে পারদ নেমেছে ৬.৬ ডিগ্রিতে। এছাড়াও কল্যাণী, বাঁকুড়া, সিউড়ি, বর্ধমান ও কলাইকুণ্ডা সহ একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে। জানানো হয়েছে আগামী সাতদিন তাপমাত্রার কোন রকম পরিবর্তন হবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতল আবহাওয়া বজায় থাকবে। তবে তাপমাত্রা ২ ডিগ্রি মতো বাড়বে। সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আসতে আসতে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ। অর্থাৎ শীত খুব সহজে পিছু ছাড়বে না।

আরও পড়ুন: বাজি বিস্ফোরণে কাঁপল চম্পাহাটি! অগ্নিদগ্ধ ৪

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও ঠান্ডা কম নয়। শীত ও কুয়াশার যুগলবন্দিতে আপাতত কাঁপছে সমগ্র জেলা। আগামীকাল অর্থাৎ রবিবার ৮-৯ ডিগ্রির আশেপাশে থাকবে উত্তরের আবহাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা থাকবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের আশপাশে।

Leave a Comment