বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলন শেষে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি বৈঠক সারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Shehbaz Sharif)। ওই দ্বীপাক্ষিক বৈঠকে ভারতের প্রসঙ্গেও কথা বলতে শোনা গিয়েছিল পাক প্রধানমন্ত্রীকে। পুতিনের সাথে তাঁর কথোপকথরের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। আর এরপর থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসির রোল পড়েছে নেট পাড়ায়।
নেট নাগরিকদের একটা বড় অংশের বক্তব্য, ভিডিওটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্যান্ট অনেকটাই ছোট দেখাচ্ছে। শরীফকে একেবারে কটাক্ষ করে নেটিজেনরা বলেন, প্যান্ট কেনার টাকা নেই তাই ছোট প্যান্ট পরেই পুতিনের সাথে বৈঠকে বসেছেন তিনি। যা দেখে হাসি থামছে না নেট পাড়ার মানুষজনের।
পাক প্রধানমন্ত্রীকে নিয়ে নেট পাড়ায় ছেলে খেলা!
সদ্য জীনত রানা নামক একটি এক্স হ্যান্ডেল থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্টের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পুতিনের সাথে বৈঠকে ব্যস্ত শেহবাজ। দুজনেই কোট-প্যান্ট পরে নিজে নিজে চেয়ারে বসে রয়েছেন। তবে সবচেয়ে নজর কেড়েছে পাক প্রধানমন্ত্রীর প্যান্টটি।
ভিডিওটিতে দেখা যায়, পাক প্রধানমন্ত্রী পায়ের মোজা থেকে তাঁর প্যান্ট অনেকটাই উপরে। মাঝে পায়ের অংশ অনেকটাই দেখা যাচ্ছে। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে এক নেট নাগরিক বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে কি টাকা নেই? কেউ লিখছেন, অর্থের অভাবে প্যান্ট বানানোর সময় কাপড় কিছুটা কম ব্যবহার হয়েছিল, তাই আজ এই অবস্থা।
Short pants & socks of Pakistan’s Prime Minister – a new diplomatic protocol ?
Putin’s body language with Shahbaz Sharif speaks volumes 😂.
Clearly, Putin’s must be thinking, ‘Beta, agla number tera hi hoga ab 😂 pic.twitter.com/F2AsnhyPtC— Zeennat Rana (@izeennatrana) September 3, 2025
অবশ্যই পড়ুন: মাঠেই গালিগালাজ শুরু করলেন ধোনি! মাহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহিত শর্মার
পুতিনের সাথে হাত মেলাতে গিয়ে আগেও হাসির পাত্র হয়েছেন শেহবাজ
চিন সফরে গিয়ে বারবার নেট পাড়ায় হাসির পাত্র হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছোট প্যান্টের কারণে নেটিজেনদের কাছ থেকে কটাক্ষ পাওয়ার আগেও পুতিনের সাথে হাত মেলাতে গিয়ে হাসির খোরাক হয়েছিলেন শরীফ। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, চিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়েছেন নানান দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানেই প্রধান আয়োজক শি জিনপিংয়ের সাথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এমন সময় হঠাৎ রুশ প্রেসিডেন্টকে দেখতে পেয়ে একেবারে লাফিয়ে পড়েন শেহবাজ। দৌড়ে এসে হাত মেলানোর চেষ্টা করেন তিনি। সভ্যতার খাতিরে পুতিনও তাঁর সাথে করমর্দন করেন। যে ভিডিও নেট পাড়ায় পা রাখতেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে শুরু হয়েছিল তুমুল ট্রোলিং।