সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের খসড়া তালিকা প্রকাশিত হল (SIR Voter List)। হ্যাঁ, অবশেষে সামনে আসলো সেই তালিকা। এতদিন এত আলোচনা, বিতর্ক, রাজনৈতিক দলগুলোর কোন্দলের ফল প্রকাশিত হল। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই তা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইসাইনেট অ্যাপে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম থাকবে।
কীভাবে দেখা যাবে খসড়া তালিকা?
বলে রাখি, এই খসড়া তালিকায় কাদের নাম আছে আর কাদের নাম নেই তা সম্পূর্ণ দেওয়া রয়েছে। এই তালিকা দেখার জন্য আপনাকে প্রথমে মোবাইল ফোন থেকে ইসাইনেট অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়া আপনি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (ceowestbengal.wb.gov.in/asd_sir) গিয়েও তা সহজে দেখে নিতে পারবেন। নির্বাচন কমিশনের অ্যাপটি খোলার পর আপনার সামনে বেশ কিছু অপশন দেওয়া হবে। তবে তার মধ্যে সবুজ রঙের একটি বক্সের মধ্যে ‘Search your name in the voter list’ অপশন লেখা থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
তারপর ‘Voter ID/EPIC’ অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটা জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনি নিজের তথ্য জানতে পারবেন। এমনকি তালিকায় নাম রয়েছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আরও পড়ুন: দিনে ১ লক্ষ থেকে নেমে মাত্র ৫০০০ আইডি তৈরি, ৩.৩ কোটি অ্যাকাউন্ট ব্যান করল IRCTC
উল্লেখ্য, রাজ্যের সমস্ত বিএলও-দের কাছে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া থাকবে। আর ভোটাররা নিজের নিজের এলাকার বিএলও-র কাছ থেকে সেই তালিকায় নাম রয়েছে কিনা তা বিস্তারিত জেনে নিতে পারবে। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তালিকা প্রকাশের দিন বিএলও-দের বুথে বুথে গিয়ে বসতে হবে। এমনকি যারা অনলাইনে দেখার জন্য পারদর্শী নয়, তাদেরকে সহায়তা করতে হবে। এছাড়া রাজ্যের স্বীকৃত মোট আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে খসড়া তালিকার সফট কপি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফ থেকে।