বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য ঘোষণা করা হয়েছিল গ্রুপ বিন্যাস। তারপর থেকেই অপেক্ষা বেড়েছিল ভক্তদের। কবে আসন্ন ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) সূচি ঘোষিত হবে তা নিয়েই হাপিত্যেশ করে বসেছিলেন ফুটবল প্রেমীরা। অবশেষে মিটলো সেই অপেক্ষা। 2026 ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হল। শনিবারই, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফাস্তিনোর উপস্থিতিতেই ঘোষিত হল বিশ্বকাপের সূচি।
কবে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ?
জল্পনা ছিলই, আগামী জুন মাস থেকেই শুরু হয়ে যেতে পারে ফুটবল বিশ্বকাপ। গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষিত সূচিতেও বিশ্বকাপ শুরুর তারিখ আগামী 11 জুন। এইদিন থেকেই শুরু হবে ফুটবলের মেগা ইভেন্ট। আগেই জানানো হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। যা 16 বছরের স্মৃতিকে ফের উসকে দেবে বলাই যায়। আসন্ন বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই। এই ম্যাচ গড়াবে আমেরিকার স্থানীয় সময় দুপুর 3টে থেকে।
কবে কবে খেলতে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা?
ফিফার তরফে প্রকাশিত আসন্ন ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ রয়েছে আগামী 13 জুন, আমেরিকার সময় সন্ধ্যা 6টা থেকে। এদিন তাদের প্রতিপক্ষ হবে মরক্কো। এরপর 19 জুন, আমেরিকার সময় রাত 9টায় হাইতির বিরুদ্ধে খেলবে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচের পর 24 জুন ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ দেখার সৌভাগ্য হবে ভক্তদের।
সুচি অনুযায়ী, আর্জেন্টিনার প্রথম ম্যাচ রয়েছে 16 জুন, এদিন তাদের মুখোমুখি হবে আলজেরিয়া। এরপর দ্বিতীয় ম্যাচ 22 জুন, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। গ্রুপ পর্বে মেসির দলের শেষ ম্যাচ রয়েছে 27 জুন। এদিন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে জর্ডন। বলাই বাহুল্য, আসন্ন বিশ্বকাপে তুলনামূলক সহজ দল পেয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা।
কবে কবে ম্যাচ রয়েছে রোনাল্ডোর দল পর্তুগালের?
আমেরিকার সময় অনুযায়ী, আগামী 17 জুন দুপুর 1টা থেকে শুরু হবে পর্তুগালের প্রথম ম্যাচ। এদিন তাদের প্রতিপক্ষ ফিফার কোয়ালিফায়ার দল। এরপর 23 জুন দুপুর 1টায় উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। সবশেষে 27 জুন কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে পর্তুগাল দলটির।
অবশ্যই পড়ুন: মাত্র ১০ হাজারে মিলেছে প্রায় আড়াই লাখ, বিনিয়োগকারীদের ভরে দিয়েছে এই স্টক
অন্যান্য কয়েকটি জনপ্রিয় দলের ম্যাচের সূচি
ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগালের পর অন্যতম জনপ্রিয় দল এমবাপের ফ্রান্সের প্রথম ম্যাচ রয়েছে 16 জুন। এদিন তাদের প্রতিপক্ষ সেনেগাল। এরপর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 22 জুন, ফ্রান্স বনাম ফিফা কোয়ালিফায়ার। শেষ ম্যাচ 26 জুন ফ্রান্স বনাম নরওয়ে। সূচি বলছে, আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে 17 জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, 23 জুন ঘানার বিরুদ্ধে এবং 27 জুন পানামার বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। অন্যদিকে স্পেন তাদের প্রথম ম্যাচ খেলবে 15 জুন, কেপ ভার্দের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ 21 জুন সৌদি আরবের বিরুদ্ধে এবং 26 জুন উরুগুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্পেন।