সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় আবারও চমক দিতে চলেছে Samsung। কারণ, 2026 সালের সবথেকে আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে একটি হল Samsung Galaxy S26 Ultra। শক্তিশালী প্রসেসর, অত্যাধুনিক ক্যামেরা আর প্রিমিয়াম ডিজাইনের কারণে এটি নিয়ে ইতিমধ্যে টেক জগতে উত্তেজনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত Samsung এই মডেল লঞ্চ হওয়ার আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেনি। কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী, ফোনটির সম্ভাব্য দাম, লঞ্চের টাইমলাইন আর ফিচার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটির উপর।
Samsung Galaxy S26 Ultra ভারতের বাজারে কবে লঞ্চ হতে পারে?
রিপোর্ট অনুযায়ী, Samsung তাদের Galaxy S সিরিজ সাধারণত বছরের শুরুতেই লঞ্চ করে। আর সেই সূত্রে ভারতে 2026 সালের জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে Samsung Galaxy S26 Ultra। কিন্তু এখনও পর্যন্ত Samsung এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এই সময়কে সম্ভাব্য বলেই ধরে নেওয়া যায়।
সম্ভাব্য দাম কত হতে পারে?
লিক হওয়া বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Samsung তাদের ফ্লাগশিপ Galaxy S26 Ultra ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখতে পারে 1,69,999 টাকা। আর এর ভেরিয়েন্ট হবে 12GB RAM + 256GB। আগের Ultra সিরিজের দামের ধারা অনুযায়ী Samsung এই ফোনটি প্রিমিয়াম ধাঁচেই রাখবে।
ডিসপ্লে ও পারফরমেন্স
Samsung Galaxy S26 Ultra ফোনটিতে থাকতে পারে 6.9 ইঞ্চির একটি বিশাল OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। এমনকি এর পিক ব্রাইটনেস 3,000 nits পর্যন্ত। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের উপর বেস করেই চলবে। আর সঙ্গে 12GB RAM এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ থাকতে পারে। এই চিপসেট 2026 সালের সবথেকে শক্তিশালী প্রসেসর হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ব্যাটারি এবং চার্জিং
Samsung Galaxy S26 Ultra ফোনটিতে থাকতে পারে 5,000mAh এর একটি বিরাট বাটারি। আর অন্তত 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। ফলত দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ আর ফাস্ট চার্জিং, দুটোই প্রিমিয়াম ইউজারদের জন্য প্লাস পয়েন্ট হতে চলেছে।
আরও পড়ুন: মেষ রাশির রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর, জানুন স্বাস্থ্য, প্রেম ও প্রতিকার
200MP ক্যামেরা
ফটোগ্রাফির দিক থেকে Samsung বরাবরই চমক দেয়। সেই সূত্রে Samsung Galaxy S26 Ultra হতে পারে একেবারে পাওয়ার হাউস। কারণ, সম্ভাব্য তথ্য অনুযায়ী, Samsung Galaxy S26 Ultra ফোনটিতে 200MP একটি প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 10MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হবে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য 12MP একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। তাই এই ক্যামেরা সেটআপ মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য নতুন অভিজ্ঞতা দেবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন শুধুমাত্র ফোনটি লঞ্চ হওয়ার অপেক্ষা।