প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৯,২৫০ টাকা, পোস্ট অফিসের সুপারহিট স্কিম

Post Office Scheme You can earn Over 9000 monthly see how

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে প্রথমেই যে নামটা মাথায় আসে, তা হল পোস্ট অফিস। স্টক মার্কেট, SIP র দুনিয়ায় আজও সমানভাবে জনপ্রিয় ভারতের সরকারি আর্থিক প্রতিষ্ঠান পোস্ট অফিস বা ভারতীয় ডাক বিভাগ। এমন অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চয়ের পাশাপাশি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করতে চান। সেক্ষেত্রে কার্যত চোখ বন্ধ করেই ভরসা করা যেতে পারে ভারতীয় পোস্ট অফিসের স্কিমগুলিতে (Post Office Scheme)। কিন্তু কোন স্কিমে লাভ বেশি? ব্যাঙ্কের অন্যান্য সব মাসিক আয়ের স্কিমের বাজারে ভারতীয় পোস্ট অফিসে এমন এক স্কিম রয়েছে যেখানে এককালীন অর্থ জমিয়ে প্রতি মাসে 9,250 টাকা করে আয় করতে পারবেন। কিন্তু কোন স্কিম? কীভাবে হবে সব?

গ্রাহকদের মাসিক আয়ের পথ দেখায় এই স্কিম

এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমিয়ে মাসে মাসে আয়ের ইচ্ছে থাকলে বিনিয়োগ করতে পারেন ভারতীয় পোস্ট অফিসের MIS বা মান্থলি ইনকাম স্কিমটিতে। বলাই বাহুল্য, এই স্কিমে এককালীন অর্থ জমিয়ে প্রতি মাসে শুধুমাত্র সুদ থেকে 9,250 টাকা আয় করা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই স্কিমে শুধুমাত্র 1,000 টাকা থেকে বিনিয়োগ করা সম্ভব। বলে রাখি, ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে একজন বিনিয়োগকারীর বয়স কমপক্ষে 18 হতেই হবে। এই স্কিমটি গ্রাহকদের বার্ষিক 7.4 শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে।

বলা বাহুল্য, পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ সর্বোচ্চ 5 বছর। পরবর্তীতে এর মেয়াদ বাড়িয়ে নেওয়া সম্ভব। এবার আসা যাক সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে সে প্রসঙ্গে। ভারতীয় পোস্ট অফিস বলে, এই স্কিমটিতে একজন ব্যক্তি শুধুমাত্র এককালীন অর্থাৎ একবার বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে পোস্ট অফিসের MIS স্কিমে। বলে রাখ ভাল, এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলার দুমাস পর থেকে সুদ পাওয়া যায় মেয়াদপূর্তির সময় পর্যন্ত।

কীভাবে ঘরে বসেই প্রতি মাসে 9,250 টাকা করে পাবেন?

প্রথমেই বলে রাখি, ভারতীয় পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগের উপর নির্ভর করবে মাসিক আয়ের রাশি। সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা, 5 বছরের জন্য বিনিয়োগ করেন তবে তিনি মোট রাশি 9 লক্ষ টাকার উপর বার্ষিক 7.4 শতাংশের সুদের হিসেবে প্রতি মাসে 5,500 টাকা করে পাবেন। অন্যদিকে তিনিই যদি স্ত্রীয়ের সাথে যৌথভাবে এই স্কিমে সর্বোচ্চ 15 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে বার্ষিক 7.4 শতাংশ সুদের হারে প্রত্যেক মাসে মোট বিনিয়োগের উপর 9,250 টাকা করে পেয়ে যাবেন ওই গ্রাহক।

অবশ্যই পড়ুন: রিটেনশন তালিকা প্রকাশের আগেই বোমা ফাটাল KKR! নাইট শিবিরে বিশ্বজয়ী অলরাউন্ডার

উল্লেখ্য, যদি কোনও নিয়োগকারী মাত্র 1 থেকে 3 বছরের মধ্যে পোস্ট অফিসের MIS স্কিমের অ্যাকাউন্ট বন্ধ করে দেন তবে তার মূল রাশি থেকে 2 শতাংশ কেটে নেওয়া হবে। তবে যদি একজন বিনিয়োগকারী তাঁর MIS অ্যাকাউন্ট 3-5 বছরের মধ্যে বন্ধ করেন তাহলে তার মূল রাশি থেকে 1 শতাংশ মাইনাস হবে। বলে রাখি, এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আবেদন করলেই হবে। তাছাড়াও ভারতীয় ডাক বিভাগের নতুন অ্যাপ ডাক সেবাতেও খুব সম্ভবত শীঘ্রই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা!

Leave a Comment