প্রতিরক্ষায় নতুন শক্তি, লঞ্চ হল ভারতের প্রথম অ্যান্টি ড্রোন পেট্রোল যান ‘ইন্দ্রজাল রেঞ্জার’

India’s first mobile anti Drone petrol vehicle Indrajaal Ranger launched

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করল হায়দরাবাদের প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ইন্দ্রজাল। বিগত দিনগুলিতে যেভাবে ক্রমাগত ড্রোন হুমকি এবং সীমান্তসন্ত্রাস বেড়েছে, তাতে বারবার নিরাপত্তা আরও জোরদার করার দিকে হেঁটেছে কেন্দ্র। ঠিক সেই আবহেই এবার, ড্রোন হুমকি সহ সীমান্তজুড়ে নজরদারির স্বার্থে লঞ্চ হল উন্নত প্রযুক্তির অত্যাধুনিক অ্যান্টি ড্রোন পেট্রোল ভেহিক্যাল ইন্দ্রজাল রেঞ্জার (Indrajaal Ranger)। মূলত একটি পেট্রোল চালিত যানের উপর অ্যান্টি ড্রোন টেকনোলজি স্থাপন করার মতো কীর্তি ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ঘটিয়েছে ইন্দ্রজাল। তাতে অনেকটাই শক্তিশালী হবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা।

ইন্দ্রজাল রেঞ্জার কী কাজ করবে?

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক স্থাপনায় ড্রোন সনাক্তকরণ এবং তা নিষ্ক্রিয়করণ ব্যবস্থায় বহু আগে থেকেই জনপ্রিয়তা পেয়েছে ইন্দ্রজাল। বহুদিন ধরেই এই সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত বিভিন্ন অ্যান্টি ড্রোন ড্রোন সিস্টেম তৈরি করে আসছে। যা আন্তর্জাতিক ক্ষেত্রে এই সংস্থাটিকে পরিচিতি পাইয়ে দিয়েছে। এবার সেই সংস্থাই রেঞ্জার মডেলের নতুন অ্যান্টি ড্রোন পেট্রোল ভেহিক্যাল লঞ্চ করল। বিশেষজ্ঞদের মতে, রেঞ্জার মডেলের আগমনে ভারতের প্রতিরক্ষা শক্তি নতুন মাত্রা পাবে। এই পদক্ষেপকে একেবারে যুগান্তকরী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তাঁরা।

ইন্দ্রজালের তরফে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টি ড্রোন সিস্টেমযুক্ত পেট্রোল যান ইন্দ্রজাল রেঞ্জারে রয়েছে RF স্ক্যানার, AI চালিত থ্রেট অ্যানালাইসিস সিস্টেম, অত্যাধুনিক রাডার, ইলেক্ট্রো অপটিক সেন্সর, থার্মাল ইমেজার, সহ ড্রোন নিউট্রালাইজেশন ইউনিটের মতো একাধিক সুবিধা। প্রযুক্তিবিদরা বলছেন, এই অ্যান্টি ড্রোন সিস্টেম যুক্ত গাড়িটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে নজরদারি চালানোর পাশাপাশি ক্ষুদ্র বা ন্যানো ড্রোন দেখতে পেলে নিমেষে তার গতিপথ, সম্ভাব্য হুমকির ধরন এবং অপারেটর সংকেত বিশ্লেষণ করতে পারবে। শুধু তাই নয়, ইন্দ্রজাল রেঞ্জারে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত প্রযুক্তি ড্রোন আক্রমণের সম্ভাবনা সম্পর্কে জানাবে। সেই সাথে এর মধ্যে থাকা ড্রোন নিউট্রিলাইজেশন ইউনিট 4 কিলোমিটার দূরত্বে থাকা ড্রোনটিকে আকাশেই ধূলিসাৎ করে দেবে।

রিপোর্ট অনুযায়ী, বিগত দিনগুলিতে যেহেতু ভারতের বিভিন্ন সীমান্তে গোলাবারুদ, মাদক পাচার সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে মূলত সে কারণেই সীমান্ত এলাকাগুলিতে ইন্দ্রজাল রেঞ্জার মোতায়েন করে সীমানা পেরিয়ে ভারতের দিকে আসা ড্রোনগুলিকে চিহ্নিত করার পাশাপাশি সেগুলিকে নিউট্রিলাইজ করা হবে। এ প্রসঙ্গে ইন্দ্রজালের এক কর্মকর্তা জানিয়েছেন, এই অ্যান্টি ড্রোন পেট্রোল যানটি নিজে থেকেই ড্রোন ট্র্যাক করে তার সম্ভাব্য হুমকি শনাক্ত করতে সক্ষম। তাছাড়াও প্রয়োজন বুঝে সেই ড্রোনকে নিষ্ক্রিয় করে দিতে পারবে ইন্দ্রজাল রেঞ্জার। তাতে অনেকটাই চাপ কমবে, ভারতীয় সেনাবাহিনীর। প্রযুক্তিবিদরা বলছেন, এই ইন্দ্রজাল রেঞ্জার প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের হাত আরও শক্ত করল।

অবশ্যই পড়ুন: টেস্টে দৈন্যদশা, আর রাখা হচ্ছে না গম্ভীরকে? নীরবতা ভাঙল BCCI

প্রসঙ্গত, আধাসামরিক বাহিনী, ভারতীয় সেনা, বর্ডার সিকিউরিটি ফোর্স, CISF, ITBP এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষ সহ রাজ্য পুলিশ বাহিনীর জন্য ভবিষ্যতের অন্যতম কার্যকরী সিস্টেম হয়ে উঠতে চলেছে ইন্দ্রজাল রেঞ্জার। ভারতীয় প্রতিরক্ষা মহলের অনেকেই বলছেন, জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন পরিস্থিতিতে নিরাপত্তা দিতে এক পা এগিয়ে থাকবে ইন্দ্রজাল রেঞ্জার।

Leave a Comment