সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ সাশ্রয় করতে সবাই চায়। তবে সবাই তো আবার সঠিক বিনিয়োগের মাধ্যম খুঁজে পায় না। অনেকে শেয়ার বাজারের ঝুঁকি নেয়, আবার অনেকে ব্যাঙ্কের এফডি-কেই প্রাধান্য দেয়। তবে ফিক্সড ডিপোজিটে প্রত্যাশা মতো রিটার্ন আসে না। কিন্তু আপনি যদি পোস্ট অফিসের একটি প্রকল্পে (Post Office MIS Scheme) বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ৫৫০০ টাকা করে রোজগার করতে পারবেন। জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
সেরা স্কিম পোস্ট অফিসের
আসলে আমরা যে স্কিমটির কথা বলছি তা হল পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প বা এমআইএস। এখানে আপনি এককালীন বিনিয়োগের মাধ্যমে কোনও চাপ ছাড়াই নির্দিষ্ট হারে মাসিক সুদ পাবেন। আপনার বিনিয়োগের উপর ভিত্তি করেই সেই হিসেবে প্রতি মাসে সুদ দেওয়া হবে। আর সেই টাকা আপনার পোস্ট অফিসের সঞ্চয় অ্যাকাউন্টে জমা হবে। মোদ্দা কথা, সরকার সমর্থিত স্কিম হওয়ায় আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং স্থিতিশীল রিটার্ন আসবে।
কাদের জন্য এই স্কিম?
এই স্কিমটি মূলত সেই সমস্ত ব্যক্তিদের জন্যই, যারা ঝুঁকি নিতে পছন্দ করে না বা ঝুঁকি নিতে চায় না, সাশ্রয়ী বিনিয়োগের মাধ্যম খুঁজে থাকে। বিশেষ করে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক, পেনশনভোগী বা বাড়ির মহিলাদের জন্য এটি একেবারে সেরার সেরা বিকল্প। এছাড়া পেনশনভোগীরা স্থিতিশীল মাসিক রিটার্ন পেতে চাইলে এই স্কিমটি হতে পারে সেরা বিকল্প।
বিনিয়োগের নিয়ম কী রয়েছে?
এখানে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা জমা করতে পারবেন এবং একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করবেন। তবে হ্যাঁ, এখানে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর সেক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ থাকে। বলাবাহুল্য, সর্বোচ্চ তিনজন অ্যাকাউন্টধারী থাকতে পারবে এই স্কিমে।
এবার এই স্কিমের মেয়াদ নিয়ে কথা বলি, তাহলে স্কিমটি পাঁচ বছর পর রিটার্ন দেয়। আর এই সময়কালে মূলধনের পরিমাণ লক-ইন পিরিয়ডে থাকে। অর্থাৎ, আপনি টাকা তুলতে পারবেন না। শুধুমাত্র মাসিক সুদ পাবেন। তবে মনে রাখবেন, এমআইএস কোনওরকম কর ছাড়ের সুবিধা দেয় না।
আরও পড়ুনঃ বাজার গরম সোনা, রুপোর দামে! আজকের রেট
সুদের হার কত?
বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৭.৪% হারে সুদ দেওয়া হয়। সেই হিসেবে যদি আপনি ৯ লক্ষ টাকা একক অ্যাকাউন্টে জমা করতে পারেন, তাহলে প্রতি মাসেই ৫৫০০ টাকা সুদ পাবেন এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা যৌথ অ্যাকাউন্টে জমা দিলে মাসে ৯২৫০ টাকা করে পাবেন। আর পোস্ট অফিসের প্রকল্প হওয়ায় মূলধন সম্পূর্ণ নিরাপদে থাকবে। কোনওরকম ঝুঁকির সম্ভাবনা নেই। কারণ, কেন্দ্রীয় সরকারের আওয়ায় এই স্কিমটি পরিচালিত হয়। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে যদি সঠিক বিনিয়োগের মাধ্যম খুঁজে থাকেন তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প।