সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে প্রত্যেক মহিলা স্বাবলম্বী হতে চায়। আর সেই লক্ষ্য পূরণ করতে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করে রেখেছে। ঠিক তেমনই মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক দুই মাসের ইন্টার্নশিপের (Woman Internship Training) সুযোগ দিচ্ছে, যেখানে গ্রাম বা শহরের যে কোনও মহিলা আবেদন করতে পারবে এবং ইন্টার্নশিপের সাথে প্রতি মাসে ২০,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবে। এবার নিশ্চয়ই ভাবছেন, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
কী কাজ করতে হবে এই ইন্টার্নশিপে?
যেমনটা জানা যাচ্ছে, এই ২ মাসের ইন্টার্নশিপে মহিলাদেরকে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, অঙ্গনওয়াড়ি এবং পুষ্টি প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সেখানে সহায়তা করতে হবে। আর এক্ষেত্রে তারা নতুন জিনিস শেখার সুযোগ পাবে এবং প্রতি মাসে স্টাইপেন্ডও পাবে। তাদের এলাকায় মূলত চলমান প্রকল্পগুলির উপর তথ্য সংগ্রহ করতে হবে। এই বিশেষ ইন্টার্নশিপ ট্রেনিংয়ের নাম দেওয়া হয়েছে WCD।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য মহিলাদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে হ্যাঁ, গ্রামীণ বা ছোট শহরের মহিলারা একমাত্র এখানে আবেদন করতে পারবে। যদি আপনি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ কিংবা কলকাতার মতো বড় শহরে থাকেন, তাহলে এই ইন্টার্নশিপ আপনার জন্য নয়।
কী কী সুবিধা মিলবে?
এই ইন্টার্নশিপে নিযুক্ত হলে যে কোনও মহিলা প্রতি মাসে ২০,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবে যা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এমনকি ইন্টার্নশিপ শেষে একটি সার্টিফিকেটও দেওয়া হবে যা ভবিষ্যতে কাজে আসবে। আর মন্ত্রণালয় সমস্ত ভ্রমণের খরচ বহন করবে। এর পাশাপাশি দিল্লিতে সম্পূর্ণ ফ্রিতে আবাসন এবং খাবারের ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা পর্ষদের, উপকৃত হবে পড়ুয়ারা
কীভাবে আবেদন করবেন?
এই ইন্টার্নশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে এবং আবেদন করতে হলে wcd.intern.nic.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এমনকি প্রয়োজনীয় ডকুমেন্টগুলিও আপলোড করতে হবে। তবে মনে রাখবেন, এই ইন্টার্নশিপে আবেদন করার শেষ তারিখ আজ অর্থাৎ ১০ ডিসেম্বর। এরপরে আর আবেদন গ্রহণ করা হবে না। তাই আজকের মধ্যেই আবেদন সেরে নিন এবং আর্থিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠুন।