সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ জানুয়ারি, বৃহস্পতিবার। প্রতীক জৈনর বাড়িতে ইডি, গঙ্গাসাগর মেলায় স্পেশাল ট্রেন, ভারতের উপর চড়াও ডোনাল্ড ট্রাম্প, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) তিন কর্মসূচি নিয়ে মেগা পরিকল্পনা রাজ্যের
নবান্ন তিনটি প্রধান কর্মসূচি নিয়ে এবার মেগা পরিকল্পনা চালু করেছে। যথাঃ আবাস যোজনা, দোরগোড়ায় পাকা রাস্তা এবং আলোর ব্যবস্থাপনা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল সরকার ভোটারদের কাছ থেকে মৌলিক চাহিদা, রাস্তা, পানীয় জল এবং আলো প্রদর্শনের জন্য জেলা প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছে। আবাস যোজনায় জানুয়ারি মাসে ১৬ লক্ষ পরিবারের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আর আগের ১২ লক্ষ পরিবার সহ মোট ২৮ লক্ষ পরিবার সুবিধা পাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) সংরক্ষণ ইস্যু নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট এবার সংরক্ষণ ইস্যু নিয়ে বিরাট রায় দিল। স্পষ্ট জানান হল, সাধারণ বিভাগ কোনও নির্দিষ্ট বর্ণ বা শ্রেণীর জন্য সংরক্ষিত নয়, বরং এটি শুধুমাত্র যোগ্যতার উপর ভিত্তি করেই হবে। SC, ST, OBC বা EWS প্রার্থীরা যদি সাধারণ বিভাগের কাট অফের থেকে বেশি স্কোর করে, তাহলে তাঁদের সাধারন আসনে নেওয়া হবে। মূলত রাজস্থান হাইকোর্টের নিয়োগ মামলায় এই রায় দেওয়া হয়েছে। আর আদালত স্পষ্ট জানিয়েছে, এটি দ্বিগুণ সুবিধা নয়, বরং সংরক্ষিত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে সাধারণ আসনে নেওয়া যেতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পথচারীদের নিরাপত্তার জন্য নতুন নির্দেশ কেন্দ্রের
কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক ১ অক্টোবর, ২০২৬ থেকে ই-রিক্সা, ই-কার্ট ও সমস্ত নতুন M/N ক্যাটাগরির বৈদ্যুতিক যানবাহনে অ্যাকোস্টিক ভেহিকেল অ্যালার্টিং সিস্টেম বাধ্যতামূলক করেছে। এই মডেলগুলিকে ১ অক্টোবর, ২০২৭ এর মধ্যে এই ব্যবস্থা মেনে চলতে হবে। AVAS পথচারী এবং সাইকেল আরোহীদের নীরব বৈদ্যুতিক যানবাহনের উপস্থিতি সম্পর্কে এবার থেকে সতর্ক করতে হবে। আর এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং নির্মাতাদের জন্য নিরাপত্তার মান নিশ্চিত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) আধার কার্ডের জন্য ফি বাড়াল UIDAI
UIDAI জানুয়ারি ২০২৬ থেকে পিভিসি আধার কার্ডের ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে এবার ৭৫ টাকা করল। এই কার্ড এটিএম কার্ডের মতো প্লাস্টিকের। আর কাগজের কার্ডের তুলনায় আরও টেকসই। পিভিসি কার্ডের অতিরিক্ত সুরক্ষার বৈশিষ্ট্য রয়েছে এবং এটি নিয়মিত আধার, চিঠি এবং এম আধারের মতোই বৈধ। এই কার্ড অনলাইনের myAadhaar পোর্টাল বা myAadhaar অ্যাপের মাধ্যমে অর্ডার করা যাবে বলে জানানো হয়েছে। অর্ডার করার জন্য শুধুমাত্র আধার নম্বর, ওটিপি লগইন ও পেমেন্ট করতে হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ৯৯ শতাংশ ব্রডগেজ নেটওয়ার্ক বিদ্যুতায়িত করল ভারতীয় রেল
ভারতীয় রেল তার ব্রডগেজ নেটওয়ার্কের ৯৯% বিদ্যুতায়িত করে নতুন রেকর্ড স্থাপন করল। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৩ হাজার কিলোমিটারের বেশি রেলপথ বিদ্যুতের আওতায় এসেছে যা জার্মানির সমগ্র রেলের সমান। বৈদ্যুতিকীকরণের কারণে ডিজেল ব্যবহার খরচ এবং নির্গমন কমেছে। পাশাপাশি ট্রেন পরিচালনার দক্ষতা এবং গতি বৃদ্ধি পেয়েছে। আর ভারত এখন চিন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছ নেফেলে দিয়েছে বলে রিপোর্ট। রেলমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৮১২ মেগাওয়াট সৌরশক্তি এবং ৯৩ মেগাওয়াট বায়ুশক্তি কেন্দ্র স্থাপন হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভারতের উপর আবার সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে একটি স্মারকে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান থেকে প্রত্যাহার করেছেন। যার মধ্যে ভারতের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স রয়েছে। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, এই সংস্থাগুলি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছিল। ট্রাম্প প্রশাসন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এবং ইউনেস্কো থেকেও সরে দাঁড়িয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক সহযোগিতার বদলে ‘আমেরিকা ফাস্ট’ নীতি প্রাধান্য দেওয়ার অংশ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে ইডি
২৬ এর বিধানসভা নির্বাচনের আবহে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনর বাড়ি এবং সংস্থায় হানা দিয়েছে ইডি। বৃহস্পতিবার ভোরবেলা লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেক সেক্টর ফাইভের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। দিল্লির কয়লা কাণ্ডের পুরনো মামলায় এই অভিযান চালানো হয়েছে বলে খবর। ঘঠনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, এটি বিজেপির রাজনৈতিক কোনও চক্রান্ত। এমনকি প্রতীক জৈনর বাড়ি থেকে হার্ডডিস্ক ও ফাইল নিয়ে বেরোতে দেখা যায় মমতাকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ফের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলল হাইকোর্ট
এসএসসি অযোগ্য প্রার্থী সংক্রান্ত মামলায় এবার কড়া অবস্থান করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃত সিনহা জানিয়েছেন, কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকায় একাধিক ফাঁকফোকর রয়েছে। কোন প্রার্থী, কোন স্কুল জেলা বা কোন ক্যাটাগরিতে যোগ্য সেই সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ করা নেই। ওএমআর মিস ম্যাচ এবং একাদশ-দ্বাদশ স্তরের বহু প্রার্থীর পরিচয় অস্পষ্ট। সেই কারণেই আবার আগামী ফেব্রুয়ারির মধ্যে নতুন করে তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) গঙ্গাসাগর মেলা উপলক্ষে অতিরিক্ত ট্রেন
গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে কড়া নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে। এবার ভিড় নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণে ইসরোর নাভিক প্রযুক্তি ব্যবহার করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ১ কোটির বেশি তীর্থযাত্রীর আগমনের সম্ভাবনা রয়েছে। তাই পরিবহন, স্বাস্থ্য এবং স্যানিটেশনের বিশেষ ব্যবস্থা থাকবে। আর এই মেলায় মোট ২১টি জেটি, শতাধিক লঞ্চ ও হাজার হাজার বাস চলবে বলে খবর। পাশাপাশি ১২৬টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বোরখা পরে ঢোকা যাবে না সোনার দোকানে, নতুন নিয়ম বিহারে
সোনার দাম বৃদ্ধি এবং চুরির ঘটনা বাড়ার কারণে বিহারে সোনার দোকানে নতুন নিয়ম জারি করেছে অল ইন্ডিয়া জুয়েলার্স এন্ড গোল্ড ফেডারেশন। এখন থেকে বোরখা, হিজাব, হেলমেট বা মুখ ঢাকা অবস্থায় কোনও ক্রেতাকে আর কোনওভাবেই দোকানে ঢুকতে দেওয়া যাবে না। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে। সংগঠন দাবি করছে, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত। কিন্তু এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুসলিম সম্প্রদায়ের একাংশ এবং বিরোধীরা একে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলেই দাবি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
Alright gamers, gave play.hit 8.club a spin. Honestly, the graphics are pretty slick! Gameplay is smooth too, worth checking out for a few rounds if you’re bored. Head over to play.hit 8.club