সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি BSNL-র সহযোগিতায় জিও (Jio Collaboration with BSNL) এমন এক পদক্ষেপ নিয়েছে, যা শুনলে অবাক হবেন আপনিও। হ্যাঁ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের গ্রাহকদের জন্য দুটি নতুন ইন্ট্রা-সার্কেল রোমিং রিচার্জ প্ল্যান শুরু করেছে ভারতের শীর্ষস্থানীয় এই টেলিকম সংস্থা। তাদের মূল উদ্দেশ্য হল জিওর কভারেজ কম, এমন এলাকায় ব্যবহারকারীদের নেটওয়ার্ককে আরও উন্নত করে তোলা।
জানা যাচ্ছে, গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলের Jio ব্যবহারকারীরা এবার BSNL-র নেটওয়ার্ক সংযোগ করতে পারবে। এমনকি জিও জানিয়েছে যে, কিছু কিছু নির্বাচিত প্রিপেইড রিচার্জেই BSNL-র পরিষেবা পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা একই এলাকায় BSNL-র নেটওয়ার্ক থেকে ভয়েস, ডেটা বা এসএমএস ব্যবহার করতে পারবে। বিস্তারিত জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
কী কী প্ল্যান নিয়ে আসা হল?
টেলিকম টকের এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, ইন্ট্রা-সার্কেল রোমিং রিচার্জের দাম রাখা হয়েছে 196 টাকা এবং 396 টাকা। উভয় প্ল্যানের মেয়াদ 28 দিন। 196 টাকার প্ল্যানে 2GB ডেটা, 1000 মিনিট ভয়েস কল এবং 1000টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাচ্ছে। 396 টাকার প্ল্যানে 10GB ডেটা, 1000 মিনিট ভয়েস এবং এসএমএস কল ও 1000টি এসএমএস পাওয়া যাচ্ছে। এমনকি জিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই প্ল্যানগুলো শুধুমাত্র BSNL ICR নেটওয়ার্কে কাজ করবে। এমনকি এগুলো জিওর নিজস্ব নেটওয়ার্ক বা এয়ারটেল বা ভিআই-এর মতো অন্যান্য নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।
আসলে এই পরিকল্পনাগুলি মূলত জিওর ব্যবসায়িক কৌশলের অংশ। কারণ, কোম্পানিটি BSNL-র নেটওয়ার্ক ব্যবহার করে গ্রামীণ বা আধা শহরে এলাকায় কভারেজ জোরদার করতে চাইছে। আর এটি ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনটি টেলি যোগাযোগ বিভাগ গত 2 নভেম্বর একটি পোস্ট শেয়ার করেছে। আর সেখানে BSNL এবং জিওর মধ্যে ICR পরীক্ষাও সফল হয়েছে বলে জানানো হয়েছে। আর এই নেটওয়ার্ক প্রত্যন্ত অঞ্চলের সংযোগ আও উন্নত করবে।
আরও পড়ুনঃ একাদশ-দ্বাদশের ফল প্রকাশের পর আরেক সুখবর SSC পরীক্ষার্থীদের জন্য!
এয়ারটেলও দিচ্ছে চমক
অন্যদিকে এয়ারটেল ডিজিটাল ইন্ডিয়ার তহবিল ব্যবহার করেই 4জি টাওয়ার স্থাপন করছে। মূলত এগুলি অরুণাচল প্রদেশ, মেঘালয়, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ, বিহারের মতো রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলিতে বসানো হচ্ছে। আর টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতাতেই এই কাজ করা হচ্ছে। ফলত, এবার প্রত্যন্ত অঞ্চলের নেটওয়ার্ক যে প্রচুর উন্নত হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।