সহেলি মিত্র, কলকাতাঃ স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে শুক্রবার বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ তিনি যা ঘোষণা করেছেন তা বহু যুবকের মুখে হাসি ফোটাবে। আজ স্বাধীনতা দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লায় ভাষণ দেন। এর আওতায় তিনি যুব কর্মসংস্থান এবং ক্ষমতায়ন সম্পর্কে অনেক কথা বলেন। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী কোটি কোটি যুবককে একটি বড় উপহার দিয়েছেন। তিনি আজ থেকেই যুবদের জন্য কর্মসংস্থান প্রকল্প শুরু করার ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায়, যুবকদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। বিশেষ করে যারা প্রথমবার চাকরিতে ঢুকবেন তাঁরা পাবেন এই টাকা।
প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার ঘোষণা
কিন্তু কোন যুবকরা এই ১৫ হাজার টাকা পাবে এবং প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা কী (PM Viksit Bharat Rozgar Yojana)? আসুন জেনে নেবেন সবটা। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায়, প্রথমবার চাকরিপ্রার্থীদের উৎসাহিত করা হবে। এই টাকা সেইসব যুবকদের দেওয়া হবে যাদের পিএফের টাকা প্রতি মাসে তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়।
আপনি কীভাবে সুবিধা পাবেন?
১) এই প্রকল্পের আওতায় দুটি কিস্তিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে।
২) প্রথম কিস্তি কাজ শুরু করার ৬ মাস পর পাওয়া যাবে। এবং দ্বিতীয় কিস্তি ১২ মাস পর দেওয়া হবে।
৩) এই প্রকল্পের আওতায় কেবল তরুণরাই নয়, কোম্পানিগুলিও সুবিধা পাবে।
কোম্পানিগুলো কী কী সুবিধা পাবে?
যেসব কোম্পানি EPFO-এর অধীনে নিবন্ধিত এবং যুবকদের কর্মসংস্থান প্রদান করে, তারা এই সুবিধা পাবে। তবে কোম্পানিকে কিছু শর্ত পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কর্মী সংখ্যা ৫০ জনের কম হয়, তাহলে ২ জনকে নিয়োগ করতে হবে। যদি কর্মী ৫০ জনের বেশি হয়, তাহলে কমপক্ষে ৫ জনকে নিয়োগ করতে হবে। এখন যদি আমরা টাকার কথা বলি, তাহলে কোম্পানি প্রতিটি তরুণ কর্মচারীর জন্য সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত পেতে পারে। এই পরিমাণ বেতনের উপর নির্ভর করে। এই টাকা ৬, ১২, ১৮ এবং ২৪ মাসের ব্যবধানে কোম্পানিকে দেওয়া হবে।