প্রথম অর্থবর্ষে ৫৯৪৮ কোটির লাভ! Jio-কে উড়িয়ে দিয়ে সিংহাসনে Airtel

Airtel Revenue Growth

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম প্রধান টেলিকম সংস্থা এয়ারটেল 2025-26 অর্থবর্ষের প্রথম দিকে নিজেদের পারফরম্যান্স (Airtel Revenue Growth) দিয়ে একেবারে বাজারে শোরগোল ফেলে দিয়েছে। হ্যাঁ, কোম্পানিটি এই সময়কালে 5948 কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে, যা কিনা গত বছরের তুলনায় 43% বেশি। 

TV 9-এর রিপোর্ট বলছে, এই কোম্পানির বর্তমানে  রাজস্ব পৌঁছেছে 49,463 কোটি টাকায়। আর যেখানে গত বছর জুন মাসে এই অংক ছিল 38,506 কোটিতে। ফলে বার্ষিক 28% বৃদ্ধি পেয়েছে এবং আগের বছরের তুলনায় 3.3% কোয়ার্টারলি  বৃদ্ধি পেয়েছে।

মুনাফার দিক থেকেও শীর্ষে এয়ারটেল

এয়ারটেলে এবার মুনাফার দিক থেকেও টেলিকম সেক্টরে শীর্ষে অবস্থান করছে। গত বছরের এপ্রিল-জুন মাসে তাদের নিট মুনাফা হয়েছিল 4159 কোটি টাকা। আর এবার তা বেড়ে দাঁড়িয়েছে 5948 কোটি টাকায়। অন্যদিকে জিও ফাইন্যান্সিয়ালের এই সময়কালে মুনাফা হয়েছে মাত্র 324.66 কোটি টাকা, যা গত বছরের 312.63 কোটি টাকার থেকে সামান্য বেশি। ফলে এয়ারটেলের মুনাফা জিওর থেকে প্রায় 18 গুন বেশি।

রাজস্বের দাপট এয়ারটেলের

এদিকে এয়ারটেল শুধুমাত্র মুনাফার দিক থেকে নয়, বরং আয় বৃদ্ধির দিক থেকেও শীর্ষে। হ্যাঁ, 2025-26 অর্থবর্ষের প্রথম দিকে কোম্পানিটি আয় করেছে প্রায় 49,463 কোটি টাকা। আর গত বছরের একই সময়ে আয় ছিল 38,506 কোটি টাকা। অর্থাৎ, বার্ষিক রাজস্ব বৃদ্ধি পেয়েছে 28%। অন্যদিকে কোয়ার্টারলির ভিত্তিতেও 3.3% রাজস্ব বৃদ্ধি পেয়েছে। 

প্রসঙ্গত, জিও ফাইন্যান্সিয়ালের রাজস্ব এই সময়কালে 612.46 কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছর ছিল 417.12 কোটি টাকা। ফলে এবার 44.6% বৃদ্ধি হয়েছে। তবুও এয়ারটেলের মোট রাজস্ব জিওর থেকে প্রায় 80 গুণ বেশি।

উল্লেখ্য, ভারতের পাশাপাশি এয়ারটেল আন্তর্জাতিক খাতে ও বিরাট অবদান রাখছে। হ্যাঁ, ভারতের রাজস্ব বৃদ্ধির পিছনে এয়ারটেলের অবদান ছিল 2.3%। অন্যদিকে আফ্রিকাতে 6.7% রাজস্ব বৃদ্ধি করেছে এয়ারটেল। ফলে বোঝাই যাচ্ছে, এয়ারটেলের বৈশ্বিক দাপট দিনের পর দিন কতটা বাড়ছে।

আরও পড়ুনঃ জলের দরে বিকোবে iPhone সহ অন্যান্য প্রোডাক্ট! কবে আসছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে?

শেয়ারবাজারে একছত্র অধিপত্য এয়ারটেলের

অন্যদিকে 5 আগস্ট, 2025 NSE-তে  এয়ারটেলের শেয়ার 1930 টাকায় বন্ধ হয়েছে, যা বিগত দিনের তুলনায় 0.8% বেশি। প্রসঙ্গত, গত ছয় মাসের এয়ারটেলের শেয়ারে রিটার্ন এসেছে 16.25%, আর বার্ষিক ভিত্তিতে সেই রিটার্ন দাড়াচ্ছে 31.70%। যদিও গত এক মাসে শেয়ারের মূল্য 5.09% তলানিতে ঠেকেছে, তবে সামগ্রিকভাবে এয়ারটেলের শেয়ার নিয়ে কোনো কথা হবে না।

Leave a Comment