প্রথম দিনই বিনা টিকিটে শিয়ালদা-রানাঘাট AC লোকালে উঠলেন ব্যক্তি, ধরা পড়ে…

sealdah ranaghat ac local

সহেলি মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার থেকে চলতে শুরু করেছে বাংলার প্রথম শিয়ালদা রানাঘাট এসি লোকাল (Sealdah Ranaghat AC Local) ট্রেন। আজ থেকে শিয়ালদা-রানাঘাট রুটে চলছে এই ট্রেন। এদিকে দুর্গাপুজোর আবহে এরকম প্রিমিয়াম ট্রেন পেয়ে বেজায় খুশি এই রুটের যাত্রীরা। সকলকে হাসি মুখে যাত্রা করতে দেখা গিয়েছে। কিন্তু একি! প্রথম দিনই টিকিটবিহীন যাত্রী উঠলেন ট্রেনে! আবার ধরাও পড়লেন টিটিই-র কাছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

AC লোকাল ট্রেনে বিনা টিকিটে উঠলেন ব্যক্তি!

সামাজিক মাধ্যমে একটি যুবকের ছবি বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে, এক যুবক হাসি মুখে ট্রেনের টিটিই-র সামনে দাঁড়ি আছেন। দাবি করা হচ্ছে, সে এসি লোকালে টিকিট না কেটে টিকিট পরীক্ষককে ফাইন দিচ্ছেন। আলাদাই আত্মবিশ্বাস যেন ফুটে উঠেছে তাঁর চোখে মুখে। যাইহোক, এই ছবিকে ঘিরে বেশ বিতর্কও তৈরী হয়েছে সামাজিক মাধ্যমে। মিশ্র প্রতিক্রয়া দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে আইনজীবী, সিভিক ভলান্টিয়ার ধুন্ধুমার কাণ্ড! বিচার চেয়ে পথে নীল উর্দিধারীরা

একজন লিখেছেন, বাহ….প্রথম দিন থেকেই শুরু। অপর একজন লিখেছেন, আচ্ছা নরমাল টিকিট কেটে এসিতে উঠলে কত ফাইন হবে? সেখানে একজন উত্তর দিয়েছেন ২৫০ টাকা সঙ্গে এসি লোকাল ট্রেনের যা ভাড়া সেটা। অপর একজন লিখেছেন, উনি ইচ্ছা করেই এটা করেছেন। অন্য আরেকজন নেটাগরিক লিখেছেন, ওনাকে ফাইন রত্ন দেওয়া হোক।

শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনের রুট ও ভাড়া

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রাকালে এসি লোকালটি শিয়ালদহ, বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি , কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ এবং রানাঘাটে থামবে। এছাড়া দূরত্ব অনুযায়ী ভাড়া হবে শিয়ালদহ থেকে দমদম অবধি ৩৫ টাকা, শিয়ালদহ থেকে ব্যারাকপুর অবধি ৬০ টাকা, শিয়ালদহ থেকে নৈহাটি অবধি ৯০ টাকা এবং শিয়ালদহ থেকে রানাঘাট অবধি ১২০ টাকা।

Leave a Comment