বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসাথে দুই স্ত্রীকে নিয়ে ঘর করছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan Second Marriage)! এমন জল্পনা বেড়েছে আফগান তারকার সোশ্যাল মিডিয়া পোস্টের পরই। গতকালই, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রশিদ দাবি করেছেন, এবছরের গত আগস্ট মাসেই শাদি সেরেছেন তিনি। এদিকে ক্রিকেট ভক্তদের সকলেরই জানা, 2024 সালের অক্টোবর মাসে বিয়ে হয়েছিল আফগানিস্তানের তারকা স্পিনারের। তাহলে কি গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন রশিদ? একসঙ্গে দুই নারীকে নিয়ে ঘর করছেন তিনি? উঠছে এমন একাধিক প্রশ্ন।
রশিদ খানের ইনস্টাগ্রাম পোস্ট
সোমবার রাতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে আফগান তারকা লেখেন, “2025 সালের, 2 আগস্ট আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নিকাহ করেছি যাঁকে, তিনি আমার ভালবাসা এবং শান্তির প্রতীক বলা যায়। এমন একজনকেই জীবনসঙ্গিনী হিসেবে চেয়েছিলাম আমি।” এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের ছবি ছাড়লেও স্ত্রীয়ের কোনও ছবি আপলোড করেননি তিনি।
সোমবার নিজের পোস্টে রশিদ আরও লেখেন, “সম্প্রতি আমি আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। তবে দুর্ভাগ্য সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় এখন আমি সকলকে সত্যিটা জানিয়ে দিতে চাই। হ্যাঁ, উনি আমার স্ত্রী। আমার সঙ্গেই রয়েছেন তিনি।” আফগান তারকার এমন পোষ্টের পরই তাঁর ভক্ত মহলে জন্ম নিয়েছে একগুচ্ছ প্রশ্ন। রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে নেট দুনিয়া! তাহলে কি প্রথম স্ত্রী কে রেখেই দ্বিতীয় বিয়ে করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার? এ বিষয়ে একেবারেই মুখ খোলেননি রশিদ খান। তাতে সন্দেহ ক্রমশ জোড়ালো হচ্ছে নেট দুনিয়ায়।
অবশ্যই পড়ুন: প্রধান কোচ অস্কারকে ছাড়াই অনুশীলন, হঠাৎ কী হল ইস্টবেঙ্গলে?
View this post on Instagram
উল্লেখ্য, প্রায় সকলেই জানেন 2024 সালের 3 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলের এক নামজাদা হোটেলে ধুমধাম করে বিয়ে সারেন রশিদ খান। তবে তিনি একা নন, রশিদের সাথেই একই মঞ্চে বিয়ে সেরেছিলেন তাঁর তিন ভাই আমির খলিল, রাজা খান এবং জাকিরউল্লাহ। এদিন আফগান তারকার সাথে সাথে তাঁর তিন ভাইয়ের বিয়ে দেখেছিল ক্রিকেট মহল। এদিন আফগানিস্তান ক্রিকেট দুনিয়ার বেতাজ বাদশাহর বিয়ের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত হয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নসিব খান থেকে শুরু করে ওমারজাই, মহম্মদ নবি, মুজিব উর রহমান থেকে শুরু করে নাজিবুল্লাহের মতো আফগান ক্রিকেটার এবং অন্যান্য স্বনামধন্য ব্যক্তিত্বরাও।