বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মঙ্গলবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম (IPL Auction)। সেই আসর থেকেই কোটি কোটি টাকা খরচ করে নিজের পছন্দের প্লেয়ারদের কিনে নিয়েছে দলগুলি। তবে নিলাম পর্ব শেষ হলেও তা নিয়ে আলোচনায় দাড়ি যোগ হয়নি এখনও। আবুধাবিতে নিলাম পর্ব শেষ হওয়ার পরই অন্যান্য বারের মতো এবারেও আলোচনায় এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম নিলাম। অনেকেই জানতে চাইছেন, IPL 2008 এ রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে বেতনের পার্থক্য কত ছিল? আজকের দিনে দাঁড়িয়ে তাদের বেতনের পার্থক্য কত?
IPL এর প্রথম সিজনে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন ইনি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রাটা শুরু হয়েছিল 2008 থেকে। সেই সব দিনগুলিকে আজকের সাথে গুলিয়ে ফেললে চলবে না। 2008 সালে দাঁড়িয়ে যে প্লেয়ার নিলামে 10 লাখ টাকায় বিক্রি হয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে তিনিই প্রায় 20 কোটি টাকায় বিক্রি হচ্ছেন। অনেকেরই জিজ্ঞাস্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সিজনের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন কোন প্লেয়ার?
এ প্রসঙ্গে বলে রাখি, 2007 সালে প্রথমবারের মতো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। কাজেই 2008 এ ধোনিকে নিয়ে একেবারে হইহই পড়ে গিয়েছিল নানা মহলে। তাঁর জনপ্রিয়তাও বাড়ে সে বছর। মূলত সেসব কারণেই, প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে ব্যয়বহুল প্লেয়ার হয়ে উঠেছিলেন মাহি। 2008 এ তাঁকে 6 কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেই থেকে হলুদ ব্রিগেড ছাড়েননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
প্রথম IPL নিলাম এবং বর্তমানে রোহিত ও বিরাটের বেতনের পার্থক্য
সবচেয়ে মজার বিষয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সিজনের নিলামে আজকের মহাতারকা বিরাট কোহলি ছিলেন একজন আনক্যাপড ক্রিকেটার। মূলত সে কারণেই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে তাঁর বেতনও ছিল অনেকটাই কম। সেবারের নিলামে কোহলিকে 12 লাখ টাকায় কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। যদিও সে বছরই 18 আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের।
জানলে অবাক হবেন, প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোহলির বেতনের থেকে অন্তত 31 গুণ বেশি বেতন পেয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক 2008 সালে 3 কোটি টাকার বিনিময়ে ডেকান চার্জার্স দলে যোগ দিয়েছিলেন। যদিও এই দল 2012 তেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিয়েছে। তবে 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হওয়ার কারণে রোহিত শর্মাকে 3 কোটির বিরাট অঙ্কে কিরে নিয়েছিল তারা। কাজেই বোঝাই যাচ্ছে, রোহিতের থেকে বেতনের নিরিখে কতটা পিছিয়ে ছিলেন বিরাট।
অবশ্যই পড়ুন: মিথ্যে বলে ৬ কোটি বাড়িয়েছে! অজি ব্যাটারকে নিয়ে BCCI র কাছে অভিযোগ PBKS-র
বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে সতীর্থ রোহিত শর্মার থেকে 2 কোটি 80 লাখেরও কম বেতন পেলেও বর্তমানে IPL এ রোহিতের থেকে অনেক বেশি বেতন পান বিরাট কোহলি। না বললেই নয়, এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে কোহলির বেতন 21 কোটি টাকা। অন্যদিকে আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্সে 16 কোটি টাকা বেতনে রয়েছেন হিটম্যান। এক কথায়, এই মুহূর্তে রোহিতের থেকে 1.3 গুণ বা তারও বেশি বেতন পান কোহলি।