বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সফরের (Lionel Messi India Tour) শুরুটা কলকাতা দিয়ে করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। শনিবার ভোরে নিজের প্রাইভেট জেটে করে শহরের বুকে পা রাখেন আর্জেন্টাইন মহাতারকা। তবে নির্ধারিত সময়ের আগে কলকাতা ছাড়তে হয় তাঁকে। শনিবারই লিও পৌঁছন হায়দরাবাদে। সেখানে বাচ্চাদের সাথে ফুটবল পায়ে রঙিন মুহূর্ত থেকে শুরু করে তেলেঙ্গানার অন্যান্য নামজাদা ব্যক্তিত্বদের সাথে সময় কাটিয়ে একাধিক কর্মসূচির পর আজ অর্থাৎ রবিবার মুম্বই সফর করবেন LM10। এরপর আগামীকাল অর্থাৎ সোমবার মেসি পৌঁছবেন রাজধানী দিল্লিতে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের পর নিজ দেশে ফিরে যাবেন বিশ্বজয়ী ফুটবলার।
রবিবার জুড়ে ব্যস্ত কর্মসূচি মেসির
গতকাল, শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতীর উত্তাল চিত্র এক নিমেষে বদলে দিয়েছে তেলেঙ্গানায় আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতিতে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ। এদিন হায়দরাবাদ পৌঁছতেই মেসিকে স্বাগত জানান খোদ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য ব্যক্তিত্বরা। শনিবার সন্ধ্যায়, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের এক অনুষ্ঠানে যোগ দেন লিও। সেখানেই সংক্ষিপ্ত প্রদর্শনী ম্যাচ, ফুটবল ক্লিনিক সহ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যেও শট করে একটি ফুটবল ছুড়ে দিয়েছিলেন লিও। হাত নাড়িয়ে সকলকে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
হায়দরাবাদে সুন্দর সময় কাটিয়ে আজ রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন লিওনেল মেসি। সেখানে লুইস সুয়ারেজ এবং দে পলও মেসির সাথে একটি দাতব্য ফ্যাশন ইভেন্টে অংশ নেবেন বলেই শোনা যাচ্ছে। এছাড়াও সিআইআই তে রয়েছে প্যাডেল কাপও। রবিবার মেসির সফর ঘিরে সতর্ক মুম্বই পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম চত্বর। মেসিকে দেখতে আসা দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেও একাধিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্ট্যান্ডের ভেতরে জলের বোতল, ধাতব সামগ্রী সহ অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশ্বজয়ী ফুটবলারের মুম্বই সফরে যাতে কোনও রকম সমস্যা না হয় সেদিকে নিবিড় নজর রয়েছে মহারাষ্ট্র প্রশাসনের।
অবশ্যই পড়ুন: কেন রাসেলের পরিবর্তে সুনীল নারিনকে ধরে রাখল KKR? সামনে এল বড় কারণ
সোমবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন লিও
শেষবারের মতো 2011 সালে গোটা আর্জেন্টিনা দলের সাথে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন বিশ্বজয়ী ফুটবলার লিও মেসি। যদিও সেবার মেসির নামের পাশে মহাতারকা শব্দটা ছিল না। সেই সময়ের পর দীর্ঘ অপেক্ষা পেরিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে পেয়েছে ভারত। আপাতত যা খবর নির্ধারিত সুচি অনুযায়ী, মুম্বই সফর শেষ করে আগামীকাল অর্থাৎ সোমবার দিল্লি পৌঁছবেন লিও। সেখানেই নিজের ঠাসা কর্মসূচির মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। মোদির সাথে আলাপচারিতা সেরেই নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে যাবেন প্রাক্তন মারাদোনার দলের ফুটবলার।