প্রধানমন্ত্রী আবাস যোজনায় শুরু হল সার্ভে! কীভাবে নতুন আবেদন করবেন জেনে নিন

Pradhan Mantri Awas Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের (Pradhan Mantri Awas Yojana) গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ, এই প্রকল্পের আওতায় কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়, যার মাধ্যমে এটি স্থায়ী বসত বাড়ি তৈরি করা যায়। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের বাসিন্দাদের জন্য এই প্রকল্প বিশেষভাবে উপযোগী।

তবে শোনা গিয়েছে, কিছু এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে শুরু হয়েছে। আর সার্ভে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যোগ্য পরিবারের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে। উল্লেখ করার বিষয়, এই প্রকল্পের আওতায় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়, আর সাধারণ নাগরিকদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়। তবে যোগ্য পরিবারগুলিকে সার্ভেতে নিজেদের নাম নিবন্ধন করেই এই প্রকল্পের সুবিধা নিতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শুরু হল সার্ভে

সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করেছে কেন্দ্রীয় সরকারি আধিকারকরা। যারা আগে আবেদন করেছিলেন তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে হবে এই সার্ভে। সার্ভের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাঁরা এই প্রকল্পের আওতায় সাহায্য পাবে। তবে আবারও নতুন করে আবেদন শুরু হয়েছে। অর্থাৎ, আগে যারা আবেদন করতে পারেননি তাঁদের জন্য আসছে ফের সুবর্ণ সুযোগ।

কারা পাবে এই প্রকল্পের সুবিধা?

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সুবিধা পেতে গেলে অবশ্যই নাগরিককে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কাঁচা বাড়িতে বসবাস করতে হবে। পাশাপাশি আবেদনকারী বা পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিতে কর্মরত থাকা যাবে না এবং আবেদনকারীকে আয়কর দিলেও চলবে না। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। তাহলে খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন সেরে নেওয়া যাবে।

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে-

  • প্রথমে https://pmaymis.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর সিটিজেন অ্যাসেসমেন্টের আওতায় “Benefits on 3 Components” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার আধার নম্বর লিখুন এবং আধার বিবরণ যাচাই করে চেকবক্সে ক্লিক করুন।
  • এবার যাচাই হয়ে গেলে ফর্মে দেওয়া তথ্যগুলি পূরণ করুন। তবে মনে রাখবেন, সবকিছু সঠিকভাবেই পূরণ করতে হবে।
  • এরপর সমস্ত বিবরণ পূরণ করার পর নিচে স্ক্রোল করে ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এটুকু করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন: গত ৫ বছরে দেশের বেকারত্বের পরিসংখ্যান কেমন? অভিষেকের প্রশ্নের উত্তর দিল কেন্দ্র

কিন্তু হ্যাঁ উল্লেখ করার বিষয়, যদি কোনও ভারতীয় নাগরিক ভুয়ো নথি জমা দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সুবিধা গ্রহণ করে, তাহলে সরকারি সহায়তার সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। আর যদি জালিয়াতি বড় আকার ধারণ করে, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি জেল হেফাজত পর্যন্ত হতে পারে। তাই আবেদন করার সময় অবশ্যই সব কিছু মাথায় রাখবেন, এবং কোনওরকম জালিয়াতি এড়িয়ে চলুন।

Leave a Comment