প্রবল শীতে কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ৮ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

Weather Today South bengal Winter

সহেলি মিত্র, কলকাতা: হাড় কাঁপানো শীত এবং ঘন কুয়াশার দাপটে জুবুথুবু অবস্থা বাংলার মানুষের। শীতের প্রকোপ ভালো মতো শুরু হয়েছে শনিবার থেকে। এদিকে আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরু থেকেও ভালো শীত অনুভব হচ্ছে। ঠান্ডার সঙ্গে মেঘে ঢেকে রয়েছে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত এলাকায় কুয়াশা ছড়িয়ে পড়েছে।

হাওয়া অফিসের এক কর্তা জানিয়েছেন, রাজ্যজুড়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য পরিস্থিতি অনুকূল। কুয়াশা কেটে গেলে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে, আবহাওয়া পরিষ্কার হয়ে গেলে তাপমাত্রা আরও খানিকটা হ্রাস পাবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, যা এখনও পর্যন্ত শীত মৌসুমের সবচেয়ে ঠান্ডা দিন ছিল।  যাইহোক, আজ সকাল থেকেও কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা কুয়াশায় ঢেকে রয়েছে। সেইসঙ্গে শীতের তীব্র কামড়ও অব্যাহত রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ প্রবল শীতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং মেদিনীপুর জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে শুরু করে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আরও পড়ুন: বৃশ্চিক রাশিফল ২০২৬: কেমন যাবে নতুন বছর? দেখুন স্বাস্থ্য, ব্যবসা, কেরিয়ার, বিবাহিত জীবন

এদিন শীতের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার জন্য ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। এদিন বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার দুই একটি জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি থাকছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। সোমবার বিকেল থেকে কুয়াশার পরিমাণ কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি হাড়ে কম্পন ধরানো শীতে কাঁপছে উত্তরবঙ্গের জেলাগুলিও। ইতিমধ্যে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। এছাড়া ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দুই এক জায়গায়।

Leave a Comment