সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত হলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা শিবরাজ পাটিল (Shivraj Patil Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১২ ডিসেম্বর, শুক্রবার ভোর সাড়ে ছটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের এই স্বনামধন্য নেতা। বেশ কিছু দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বর্তমানে তাঁর পরিবারে রয়েছেন পুত্র শৈলেশ পাটিল, পুত্রবধূ অর্চনা এবং দুই নাতনি। বলাবাহুল্য, তাঁর পুত্রবধূ বর্তমানে একজন বিজেপি নেত্রী।
শিবরাজ পাটিলের রাজনৈতিক জীবন
বলে রাখি, ১৯৩৫ সালের ১২ অক্টোবর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন শিবরাজ পাটিল। নিজের শহর লাতুর থেকেই তাঁর রাজনৈতিক জীবনের শুরু। প্রথমে পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে পৌর প্রধান হয়েছিলেন তিনি। তারপর ৭০ এর দশকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা ৭ বার ১৯৮০, ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে তিনি লাতুর থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আর শেষবার ২০০৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে তিনি পরাজিত হন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে প্রথম! চকলেটের জন্য এই জেলায় কোকো চাষ, মিলছে চারাগাছও
এদিকে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছিলেন। তবে ২০০৮ সালে ২৬/১১ হামলার পর সমালোচনার মুখে পড়েছিলেন কংগ্রেসের এই শীর্ষ নেতৃত্ব। জানা যায়, মুম্বাই হামলার ব্যর্থতা স্বীকার করে নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শিবরাজ পাটিল। দলের ভিতরে এবং বাইরে দুই ক্ষেত্রেই তিনি শান্ত স্বভাব আর ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বের জন্যই পরিচিত ছিলেন। পাশাপাশি সকলের কাছেই সুদক্ষ প্রশাসক হিসেবেই নামডাক ছিল তাঁর। কখনও কোনও নেতাকে তিনি ব্যক্তিগত আক্রমণ করেননি বলেই জানা যায়। সেই কারণে তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক মহলে পড়েছে শোকের ছায়া।