প্রয়াত বিশ্বের সবথেকে দয়ালু বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও! ভাইরাল মৃত্যুর আগের ভিডিও

frank caprio

সৌভিক মুখার্জী, কলকাতা: তিনি ছিলেন বিশ্বের সবথেকে দয়ালু বিচারক, মানবিকতার আধ্যাত্মিকতায় মুড়ে রাখতেন সাধারণ মানুষকে। তবে দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে প্রয়াত হয়েছেন সেই ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও (Frank Caprio Death)। মূলত গোটা বিশ্বাবাসী তাকে দয়ালু বিচারক নামেই চিনত। তবে জীবনের লড়াইয়ে হেরে 88 বছর বয়সে পরলোকে পাড়ি জমালেন তিনি।

কে ছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও?

জানিয়ে রাখি, রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপাল কোর্টের বিচারক ছিলেন এই ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তাঁর আদালতের কাজকর্ম থেকেই জন্ম নিয়েছিল জনপ্রিয় টেলিভিশন শো Caught in Providence, যা এমি অ্যাওয়ার্ডেও মনোনীত হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিওর ফ্যান সংখ্যাও ছিল কোটি কোটি। ইন্সট্রাগ্রামে তাঁর ফলোয়ার ছিল 32 লক্ষেরও বেশি। সাধারণ মানুষকে মূলত সহজ-সরল ও রসিকতা মিশ্রিত বিচার উপহার দিয়ে মন জয় করতেন তিনি।

মৃত্যুর আগে তাঁর শেষ ভিডিও

উল্লেখ্য, মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। হাসপাতালের বেড থেকেই তিনি অনুরোধ করে বলেছিলেন, গতবার আপনাদের প্রার্থনার জেরে আমি সুস্থ হয়ে ফিরেছিলাম। দুর্ভাগ্যবশত আবারও অসুস্থ হয়ে পড়েছি। তবে এবার শুধু একটাই অনুরোধ, আপনারা প্রার্থনা করুন। তার সেই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, আর হাজার মানুষ মন্তব্য করে জানায় যে, তাদের প্রার্থনা সবসময় সাথে আছে।

এদিকে যারা ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওকে একবার দেখেছেন, তাঁরা জানেন যে, তার বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণই আলাদা। Caught in Providence শোতে দেওয়া এক-একটি রায় কখনো কখনো মজায় ভরা, আবার কখনো চোখ ভিজিয়ে দিত, আবার সবসময় মানবিকতায় মোড়া। অভিযুক্তরা শাস্তি পেলেও তাঁর হাসি এবং কথায় সত্যিই মুগ্ধ হতেন। অনেকেই আদালত ছেড়ে বেরোতেন তাঁর ভক্ত হয়ে।

আরও পড়ুনঃ ফের দরপতন সোনার, ২৪৫০ টাকা কমল রুপোর দরও! আজকের রেট

পরিবারের বার্তা

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও-এর পরিবার বুধবার ইনস্টাগ্রামে তাঁর প্রয়াণের খবর জানিয়েছে। অফিসিয়াল বিবৃতিতে লেখা হয়েছে, ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি শুধুমাত্র বিচারক ছিলেন না, বরং ছিলেন আদর্শ স্বামী, স্নেহশীল পিতা, দাদা এবং বন্ধু সহানুভূতি মানুষ। তিনি তাঁর বিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করবেন।

Leave a Comment