প্রশান্ত কিশোরের সংস্থার ডিরেক্টর, সাতসকালে হানা দেয় ED! কে এই প্রতীক জৈন?

Prateek Jain

সৌভিক মুখার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আর হাতেগোনা কয়েকটা মাস বাকি। তবে সেই আবহে বৃহস্পতিবার সকাল থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আইপ্যাকের এর কর্ণধার প্রতীক জৈন (Prateek Jain)। রিপোর্ট অনুযায়ী, তাঁর কলকাতার লাউডন স্ট্রিটের বাড়ি এবং সলটেকে সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে একযোগে অভিযান চালিয়েছে ইডি। আর সবথেকে বড় বিষয়, তল্লাশি চলাকালীন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাজির হয়েছিলেন। ইডির সামনেই সবুজ ফাইল, ল্যাপটপের হার্ডডিস্ক এবং প্রতীকের মোবাইল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। প্রশ্ন উঠছে, কে এই প্রতীক জৈন, তাঁকে তাকে নিয়ে কেন এত উত্তেজনা, এবং শাসকদলের সাথে তাঁর কি কোনও ঘনিষ্ঠতা রয়েছে?

কেন প্রতীক জৈনকে ঘিরে এত রকম প্রশ্ন?

ইডির এই অভিযানের পর প্রশ্ন উঠছে, কে এই প্রতীক জৈন? তাঁর কাছে কী এমন গুরুত্বপূর্ণ তথ্য ছিল যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হস্তক্ষেপ করতে হলো? এমনকি কয়লা পাচার মামলার সঙ্গে তাঁর সংযোগই বা কোথায়? জানাব বিস্তারিত।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে কলকাতা মেট্রো, জোকা-এসপ্ল্যানেড লাইনে বড় কাজ সারল TBM দুর্গা

বেশ কয়েকটি সূত্র মারফৎ খবর, দিল্লিতে নথিভুক্ত এক পুরনো কয়লা পাচার সংক্রান্ত মামলার সূত্র ধরে প্রতীক জৈনর বাড়ি এবং আইপ্যাকের অফিসে এদিন ইডি তল্লাশি চালিয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের দফতরে দীর্ঘক্ষণ চলে তদন্ত। এমনকি এই মামলাতে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আর এবার সেই মামলার সূত্র ধরেই তাঁর ঘনিষ্ঠ পরামর্শদাতা সংস্থার উপর নজর পড়েছে তদন্তকারী সংস্থার।

কে এই প্রতীক জৈন?

জানা যাচ্ছে, প্রতীক জৈন শুধুমাত্র আইপ্যাকের কর্ণধার নন, বরং তিনি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান। এমনকি তিনি আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা। আইআইটি বোম্বের প্রাক্তন ছাত্র প্রতীক জৈন মূলত ডেটা এনালিস্ট, রাজনৈতিক কৌশলবিদ এবং ভোট কুশলী হিসেবেই পরিচিত। তিনি সাধারণ পর্দার আড়ালে থেকেই রাজনৈতিক প্রচার পরিকল্পনা করে থাকেন, আর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সংযোগ রয়েছে বলেই দাবি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এবার যা হবে, জারি অ্যালার্ট

বলে রাখি, আইপ্যাকের জন্ম হয়েছিল প্রশান্ত কিশোরের হাত ধরে। ২০১৯ সাল থেকে এই সংস্থা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছে আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ে আইপ্যাকের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। এমনকি প্রার্থী নির্বাচন প্রচারের রূপরেখা, ভোটভিত্তিক জনমত বিশ্লেষণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আইপ্যাক সক্রিয় ভূমিকা নিয়েছিল।

1 thought on “প্রশান্ত কিশোরের সংস্থার ডিরেক্টর, সাতসকালে হানা দেয় ED! কে এই প্রতীক জৈন?”

Leave a Comment