প্রশিক্ষণ চলাকালীন মদ্যপান, প্রেমিকার সাথে মত্ত! জেল IAF-র ১৫ জন ক্যাডেটের

Israel Air Force

সৌভিক মুখার্জী, কলকাতা: ইসরাইলে বিমানবাহিনীর (Israel Air Force) পাইলট প্রশিক্ষণ প্রোগ্রামে সামনে আসলো বড়সড় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা। তিন বছরের কোর্সের শেষ পর্যায়ে থাকা 15 জন ক্যাডেটকে এবার ঢোকানো হল শ্রীঘরে। নেপথ্যে অভিযোগ উঠছে, তাঁরা নাকি নিয়ম ভেঙে প্রশিক্ষণ পর্বে মদ্যপান করেছে, এমনকি বন্ধু-বান্ধব ও পরিবারসহ ব্যক্তিগত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছিল!

ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা সপ্তাহ দুয়েক আগের। প্রশিক্ষণরত ক্যাডেটদের একটি বেসরকারি হোটেলের নির্জন জায়গায় পাঠানো হয়েছিল বিশ্রাম এবং প্রশিক্ষণ মূল্যায়ন করার জন্য। এমনকি এর আগে তাঁরা শত্রুদের বন্দিত্বের সিমুলেশনসহ কঠোর এক সপ্তাহের প্রশিক্ষণের মধ্যে ছিল। সে কারণেই তাদের বিশ্রাম পর্বের আয়োজন করা হয়েছিল। তবে তদন্ত করে জানা যায়, প্রশিক্ষণরত কমান্ডার নিজেই নিয়ম অমান্য করে মদ্যপানের অনুমতি দিয়েছিল। এমনকি বেশ কয়েকজন তাঁদের পরিবার ও প্রেমিকাদের হোটেলে আমন্ত্রণ জানিয়ে উৎসবে মেতে ওঠে, যেখানে বাইরের কাউকে প্রবেশের কোনও অনুমতি ছিল না।

সেই সূত্রেই 15 জন ক্যাডেটকে তিন থেকে ছয় দিনের সামরিক কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনকি অভিযুক্ত প্রশিক্ষক অফিসারকেও পদ থেকে অপসারণের সম্ভাবনা রয়েছে। তাঁকে খুব শীঘ্রই এয়ার পার্সোনেল গ্রুপের প্রধানের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। এমনকি আরও বেশ কয়েকজন ক্যাডেটকে শাস্তির মুখে পড়তে হবে। তাঁদের কারাদণ্ড নয়, মূলত প্রশাসনিক শাস্তি দেওয়া হবে। যদিও সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আইএফএ-র কার্যক্ষমতা বা প্রস্তুতিতে কোনওরকম প্রভাব পড়বে না।

আরও পড়ুন: বিয়ের মরসুমে সোনার দামে বিরাট লাফ, রুপো কী বলছে? দেখুন রেট

প্রসঙ্গত সবথেকে বড় ব্যাপার, তাদের কোর্সের শেষ মাস চলছে। কিন্তু শাস্তি পেলেও ক্যাডেটদেরকে কোর্স থেকে বহিষ্কার করা হচ্ছে না বলেই দাবি করা হচ্ছে টাইমস অফ ইসরাইলের ওই সংবাদমাধ্যমে। এমনকি তিন বছরের প্রশিক্ষণের শেষে একটি মূল্যায়ন কমিটি গঠন করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাঁরা যোগ্যভাবে কোর্স সম্পন্ন করেছে কিনা।

Leave a Comment