প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দিল আদালত!

Imran Khan

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) আবারও আইনি ধাক্কার মুখে পড়ল। দুর্নীতি সংক্রান্ত এক মামলায় পাকিস্তানের বিশেষ আদালত ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে আবারও ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল। ইতিমধ্যেই একাধিক মামলায় জেলবন্দী অবস্থায় রয়েছেন প্রাক্তন পাক প্রধান। আর এই রায়ের ফলে পাকিস্তানের রাজনৈতিক অন্দরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কোন মামলায় এই সাজা দেওয়া হল?

আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলাটি সরকারি উপহার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে। জানা জাচ্চে, ২০২১ সালে সৌদি সরকারের তরফ থেকে প্রাপ্ত কিছু মূল্যবান উপহার সরকারি প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিগত ভাবে ব্যবহার করা হয়েছিল। আর সেই মামলায় পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় আরও অতিরিক্ত ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী। এমনকি দু’জনকেই ১০ মিলিয়ন পাকিস্তানের রুপি জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: সবথেকে সস্তার ফোল্ডেবল ফোন লঞ্চ করছে ভারতীয় কোম্পানি, জানুন দাম ও ফিচার্স

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডির আদিওলা হাই সিকিউরিটি জেলের মধ্যে। আর বিশেষ আদালতের বিচারপতি শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেছেন। এদিকে ইমরান খানের বিরুদ্ধে জটিলতা এখানেই শেষ নয়। কারণ, মঙ্গলবার জেলের বাইরে বিক্ষোভ দেখানোর ঘটনায় তাঁর দুই বোন আলিমা খান এবং নুরিন নিয়াজি সহ একাধিক পিটিআই নেতা ও সমর্থকদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাওয়ালপিন্ডির সদর বারুনি থানায় এফআইআর দায়ের হয়েছে আর তদন্ত চলছে।

Leave a Comment