প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতিতে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীদলগুলি। গতকাল অর্থাৎ মঙ্গলবার গত ১৫ বছরে বাংলার মা-মাটি-মানুষের জন্য তৃণমূল সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তার একটি রিপোর্ট প্রকাশ্যে নিয়ে এসেছিল সাধারণের কাছে। এছাড়াও রাজ্য সরকারের প্রায় দেড় দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে নবান্ন সভাঘরে সুরের জাদুতে পরিবেশিত হয়েছিল ‘উন্নয়নের পাঁচালি’। আর ভরা সভায় গান গেয়ে মঞ্চ মাতালেন একসময়ের SFI নেত্রী তথা গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
উন্নয়নের পাঁচালি গাইলেন ইমন চক্রবর্তী
রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরে প্রশাসনিক কর্মকাণ্ডের রিপোর্ট প্রকাশ করার সময় বলেন, ‘আমরা ছ’টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। এর জন্যে একটা বিশেষ গান অবধি তৈরি করেছি। আগে গ্রাম বাংলায় মা-বোনেরা পাঁচালি গাইতেন। এখনও সেই সংস্কৃতি এবং গৌরব প্রায় মুছতে চলেছে, তাই পুরোনো দিনের গৌরবকে আরও একবার উজ্জীবিত করতে আমরা নয়া গান তুলে ধরেছি। এখানে বাংলার মনীষীদের ছোঁয়া রয়েছে। আর এই গানটি গেয়েছেন ইমন।”
ইমনের গান ঘিরে রাজনৈতিক চর্চা
অনুষ্ঠানের শুরুতে এদিন গায়িকা ইমন চক্রবর্তী ও তাঁর দল ‘উন্নয়নের পাঁচালি’ পরিবেশন করেন । গানের সুরে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। গানের মুগ্ধতায় মুখ্যমন্ত্রী ইমনের দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা খুবই কৃতজ্ঞ আমাদের সময়টা দেওয়ার জন্য। এই পাঁচালি বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে, সবাই মনে রাখবে।” এদিকে ইমনের এই গাওয়া গান নিয়ে রাজনৈতিক অন্দরে এক অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। একসময় যেই ইমন ছাত্রীজীবনে SFI করেছেন, এমনকি সিপিআইএমের ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটিরও সদস্যও ছিলেন, সে কিনা তৃণমূলের সাফল্যে গান গাইছেন। আর তাতেই চর্চা শুরু হয়েছে তবে কি এবার তৃণমূলের হয়ে রাজনীতিতে পা দেবেন ইমন!
আরও পড়ুন: “মমতাকে জব্দ করতে … ” SIR নিয়ে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
প্রসঙ্গত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। সেই সময় তিনি রাজনীতিতে পা দিয়েছিলেন, মনে প্রাণে SFI-এর কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। কিন্তু সময় যত এগিয়েছে ইমনের লাইফস্টাইল এবং চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন এসেছে। আজ সে বিখ্যাত গায়িকা। যদিও দিন কয়েক আগেই টলিপাড়ায় জোরচর্চা শুরু হয়েছিল ইমন নাকি এবার বিধানসভা নির্বাচনে লড়বেন তৃণমূলের হয়ে। তবে সেই গুঞ্জনে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি ভোটে লড়ছেন না, কিন্তু গতকালের অনুষ্ঠানের পর সকলের মনে ফের এই নিয়ে গুঞ্জন শুরু হয়। বলে দিই, এ বছর গায়িকা ইমন চক্রবর্তীকে মহানায়ক সম্মানে ভূষিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।