প্রাক পুজোতেও বৃষ্টি! ভাসবে উত্তর দক্ষিণের একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রকৃতি জুড়ে এখন শুধু পুজোর আমেজ। নীল সাদা আকাশে বোঝাই যাচ্ছে যে পুজো প্রায় দোরগোড়ায়। কিন্তু হঠাৎ করেই উদয় হচ্ছে ঘন কালো মেঘের, যার ফলে নিমেষেই আবহাওয়া (Weather) বদলে ঝলমলে রোদের বদলে ঝমঝমিয়ে নামছে একনাগাড়ে বৃষ্টি। এদিকে, একের পর এক নিম্নচাপের জন্ম হয়েছে বঙ্গোপসাগরে। তাই সব মিলিয়ে বলাই যায় প্রাক পুজো পর্ব মিটবে বৃষ্টির চোখরাঙানিতেই।

পুজোর মরশুমেও যে বৃষ্টি হবে সেই সম্ভাবনা অনেক আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাই সেই খবর শুনেই অর্ধেকেরই মন মেজাজ খারাপ। তার উপর পুজোর কেনাকাটা করতে যাওয়াই হয়ে উঠেছে দুষ্কর। কারণ, আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ অঞ্চল সক্রিয় নেই। তবে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘আরজি কর করে দেব!’ দত্তপুকুরে ১৯ বছরে তরুণীকে গণধর্ষণ, মুখ বন্ধ রাখতে হুমকি

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দুর্যোগ শুধু দক্ষিণবঙ্গেই আটকে নেই তার সঙ্গে উত্তরবঙ্গেরও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে রবিবার থেকে বৃষ্টি দুর্যোগ বাড়তে চলেছে। ভারী বৃষ্টি হবে কোচবিহারেও। আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি।

Leave a Comment