প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে দায়ের হল মামলা! অনুত্তীর্ণরা বসতে পারবেন পরীক্ষায়? বড় খবর

West Bengal Primary Teacher Recruitment Case New case lodged in Calcutta High Court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মামলার বেড়াজালে রাজ্যের প্রাথমিক নিয়োগ! বাংলাজুড়ে নতুন প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন জানান ভুক্তভোগীরা (West Bengal Primary Teacher Recruitment Case)। এবার সেই আবেদনেই সাড়া দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু উচ্চ আদালতে প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়ে দিলেন। এখানেই শেষ নয়, আদালতের কাছে বিচার চেয়ে আরও একটি বিশেষ আবেদন রাখা হয়েছে বলেই সূত্রের খবর।

প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আপত্তি

দীর্ঘ জল্পনা কাটিয়ে অবশেষে গত বুধবার থেকেই অনলাইনে শুরু হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের আবেদন। গতকাল দুপুর 3টে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। এরপর ভেরিফিকেশন সহ একাধিক ধাপ পেরিয়ে রাজ্যে শুরু হবে, প্রাথমিকের নিয়োগ। আর তার আগেই কলকাতা হাইকোর্টের কাছে মামলার আবেদন জানালেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব রাজ্যের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিক আদালত।

মূলত, বাংলায় প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের আবেদন জানিয়ে নতুন মামলা করার অনুমতি চেয়েছিলেন আবেদনকারীরা। শেষ পর্যন্ত উচ্চ আদালতের তরফে তাতে সাড়া মেলায় হাইকোর্টে দায়ের হল নয়া মামলা। মামলাকারীদের বক্তব্য, “2017 এবং 2022 সালের ভুল প্রশ্ন মামলায় এখনও পর্যন্ত রিপোর্ট দেয়নি প্রাইমারি বোর্ড। তার আগে কীভাবে শুরু হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া?” আবেদনকারীদের সেই বক্তব্যই আদালতের সামনে পেশ করেন তাদের আইনজীবী।

বলাই বাহুল্য, আদালতের কাছে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রাখার পাশাপাশি মামলাকারীদের আইনজীবী আরও একটি বিষয়ে আবেদন জানান। বলা হয়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে 2017 এবং 2022 এ যেসব চাকরিপ্রার্থীরা পাস করতে পারেননি, তাঁদের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় বসার অনুমতি দিক আদালত। এখন দেখার শেষ পর্যন্ত বিচারকদের রায় ঠিক কোন পক্ষে যায়!

অবশ্যই পড়ুন: KKR এর অধিনায়ক হতে পারেন ভারতীয় টি-টোয়েন্টি দলের এই জনপ্রিয় মুখ!

প্রসঙ্গত, 8 বছর পর ফের নতুন করে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতোই অনলাইনে জোর কদমে চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। সরকারি রিপোর্ট অনুযায়ী, শিক্ষা দপ্তরের তরফে পাওয়া অনুমতির পর 13,421টি শূন্যপদে হতে চলেছে শিক্ষক নিয়োগ।

Leave a Comment