প্রাথমিক টেটের ভুল প্রশ্ন মামলার রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে, মিলতে পারে চাকরির সুযোগ

West Bengal TET Case

সৌভিক মুখার্জী, কলকাতা: কাটতে চলেছে দীর্ঘদিনের আইনে জটিলতা। এবার রাজ্যের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় (West Bengal TET Case) দেখা যাচ্ছে আশার আলো। আজ এ নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা করল আদালতে নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। ২০১৭ ও ২০২২ সালের টেটের ভুল প্রশ্ন নিয়ে হাইকোর্টে দায়ের করা মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার। ফলে অনুমান করা হচ্ছে, পরীক্ষার্থীদের জন্য কিছু ইতিবাচক খবর থাকতে পারে। কারণ, ভুল প্রশ্নের জন্য ফের নম্বর বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

করা হবে ওএমআর পুনর্মূল্যায়ন

উল্লেখ্য, আদালতের নির্দেশ যদি পরীক্ষার্থীদের দিকে যায় এবং নম্বর বাড়ানো হয়, তাহলে পরবর্তী প্রক্রিয়াগুলি খুব দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা আদালতে এসেছেন আর যারা আসেননি, প্রত্যেকেই নম্বর পাবে, ভুল প্রশ্নের জন্যও দেওয়া হবে নম্বর। এমনটাই পর্যবেক্ষণ করে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে কোন পদ্ধতিতে কাকে কত নম্বর দেওয়া হবে, সে নিয়ে সোমবারই বিস্তারিত জানা যাবে। এদিকে নম্বর বাড়লে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সংশ্লিষ্ট প্রার্থীদের ওএমআর শিটগুলিকে আবারও পুনর্মূল্যায়ন করতে হবে বলে খবর।

বলে দিই, বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে, তার আবেদনের সময়সীমা আগামী ৯ ডিসেম্বর। তার আগে যদি আদালত চূড়ান্ত কোনও রায় দেয় এবং প্রার্থীরা পাস করে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে পর্ষদ আদালতে স্পষ্ট জানিয়েছে, যদি প্রার্থীরা নতুন করে পাস করে, তাহলে তাদের বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি পরে বিবেচনা করা হবে।

আরও পড়ুনঃ লাগানো যাবে আলাদা লেন্স, ২ ডিসেম্বর লঞ্চ হচ্ছে Vivo X300 সিরিজ! প্রকাশ্যে সম্ভাব্য দাম

সোমবার হবে শুনানি

আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তাই এই দিনটি পরীক্ষার্থীদের জন্য হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, সোমবার বিস্তারিত রিপোর্ট খতিয়ে দেখা হবে। সেখানে কত নম্বর বাড়ছে এবং পর্ষদকে কী কী নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলি সিঙ্গেল বেঞ্চ সিদ্ধান্ত নেবে। অন্যদিকে পর্ষদ এই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। কিন্তু যেহেতু সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা পড়েছে আর শুনানি চলছে, তাই ডিভিশন বেঞ্চ মামলাটি নিষ্পত্তির জন্য সিঙ্গেল বেঞ্চে পাঠাতে পারে। তাই আগামী সোমবারের দিকেই এখন নজর সমস্ত পরীক্ষার্থীদের।

Leave a Comment