প্রাথমিক তালিকায় জায়গা, প্রজাতন্ত্র দিবসে রাজপথে চলবে বাংলার বন্দে মাতরম ট্যাবলো 

West Bengal Tablo

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি বছরের মতো এবারও দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের ট্যাবলো (West Bengal Tablo)। তবে বহু প্রতীক্ষার পর স্বস্তির খবর এই যে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাথমিক তালিকায় বাংলা জায়গা করে নিয়েছে। কিন্তু চূড়ান্ত অনুমোদন পেতে এখনও পর্যন্ত কিছুটা সময় লাগতে পারবে পারে বলেই সূত্র মারফৎ খবর।

মিলেছে প্রাথমিক ছাড়পত্র

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর পাওয়া, ট্যাবলো নির্বাচন কমিটির একাধিক বৈঠকের পর পশ্চিমবঙ্গকে এবার শর্টলিস্টেড করা হয়েছে। উল্লেখ্য, মোট ১৭টি রাজ্য এই প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছে। ফলত, আপাতত বাংলা ট্যাবলো নির্বাচনের তালিকা থেকে বাতিল হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছি ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ লগ্নজিতা, পল্লব কীর্তনিয়ার পর মধুবন্তী! ‘ধার্মিক গান শুনব না’ বলে মঞ্চে উঠে শাসানি শিল্পীকে

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেকটর অফ ইনফরমেশন শাশ্বত দাঁ জানিয়েছেন, বন্দেমাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে এই গানটাকেই ট্যাবলোর মূল থিম হিসাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। আর এই ট্যাবলোতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বাংলার বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এই থিমে সম্মতিও মিলেছে। কিন্তু প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে চূড়ান্ত অনুমোদনের চিঠি পাঠানো হবে বলে রিপোর্ট অনুযায়ী খবর।

আরও পড়ুন: হিন্দুদের উপর নির্মম অত্যাচার! মালদা, শিলিগুড়ির হোটেলে নিষিদ্ধ বাংলাদেশের নাগরিকরা

প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূল সাংসদ মালা রায় দাবি করেছিলেন, দিল্লি নাকি এবার বাংলার ট্যাবলো বাতিল করে দিয়েছে। তিনি অভিযোগ করেছিলেন, বাংলার মনীষীদের নিয়ে তৈরি প্রস্তাব গ্রহণ করা হয়নি। কিন্তু সরকারি সূত্র অনুযায়ী খবর, সেই দাবি সত্য নয়। উল্লেখ্য, গত বছর প্রজাতন্ত্র দিবসে বাংলা ট্যাবলোর অনুমোদন পায়নি। আর এর আগে ২০২০ এবং ২০২২ সালে কেন্দ্রের তরফ থেকে বাংলার ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছিল। সেবার রাজনীতির অভিযোগ তুলেছিল শাসক দল। তবে এ বছর কোনওরকম নেতিবাচক ইঙ্গিত মেলেনি বলেই জানা গিয়েছে।

Leave a Comment