প্রাথমিক দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথের সাড়ে ৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি

WB Primary Recruitment Case ed freezing chandranath’s assets

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (WB Primary Recruitment Case) প্রথম থেকেই ইডির রাডারে ছিলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিং। এবার তাঁর সাড়ে তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক দুর্নীতি মামলায় অভিযুক্ত থাকায় বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়কের সম্পত্তির অ্যাটাচমেন্ট প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

চন্দ্রনাথের পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করবে ইডি

রাজ্যের প্রাথমিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল বিধায়ক চন্দ্রনাথের। আর তারপরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে তৃণমূলের মন্ত্রীকে হেফাজতে চেয়ে সম্প্রতি আদালতের কাছে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। যদিও আদালতের তরফে সেই আবেদন খারিজ করে দিয়ে চন্দ্রনাথের আগাম জামিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও এবার ইডির বেড়াজালে রাজ্যের মন্ত্রী।

অবশ্যই পড়ুন: গাড়িতে ভাঙচুর! বালুরঘাটে গান গাইতে এসে বিপদে সচেত-পরম্পরা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানাচ্ছে, চন্দ্রনাথের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর সম্পত্তি এমনকি বাড়িও বাজেয়াপ্ত করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। সেই সমস্ত সম্পত্তি মিলিয়েই বাজারদর উঠেছে তিন কোটি ষাট লক্ষ টাকা।

অবশ্যই পড়ুন: অশান্ত ওপার বাংলায় খেলতে যাচ্ছে ভারতীয় দল! প্রকাশ্যে ভারত-বাংলাদেশ সিরিজের সূচি

উল্লেখ্য, এর আগে 2024 সালের মার্চ মাসে প্রাথমিক দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে চন্দ্রনাথের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালান ইডি আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানেই মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 41 লক্ষ টাকা। যদিও পরবর্তীতে চন্দ্রনাথ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানিয়েছিলেন, ওই টাকা মূলত কৃষি কাজ এবং জমি বিক্রি থেকে এসেছে। পরবর্তীতে রাজ্যের মন্ত্রীকে একের পর এক নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। চাওয়া হয় পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পত্তির নথিও। যদিও পরবর্তীতে 6 সেপ্টেম্বর আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ।

Leave a Comment