প্রাথমিক শিক্ষক নিয়োগে কোন জেলায় কত শূন্যপদ? প্রকাশিত হল তালিকা

West Bengal Primary Teacher Recruitment

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে আট বছর পর রাজ্যে আজ থেকেই অনলাইনে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের (West Bengal Primary Teacher Recruitment) আবেদন। দুপুর ৩টা থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। তাই প্রাথমিক চাকরিপ্রার্থীদের মধ্যে শুরু হয়েছে হুলুস্থুল কাণ্ড। এমতাবস্থায় পর্ষদ মোট ১৩,৪২১ শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করল সরকারি ওয়েবসাইটে।

কোন জেলায় কটি শূন্যপদ?

প্রাথমিক শিক্ষক নিয়োগের পর্ষদ যে তালিকা প্রকাশ্যে এনেছে সেই অনুযায়ী আলিপুরদুয়ার জেলায় ২৩৭টি, বাঁকুড়া জেলায় ৯৭৮, বীরভূম জেলায় ৮৬০, কোচবিহার জেলায় ৫৩৫, দক্ষিণ দিনাজপুর জেলায় ৩৩৬, হুগলি জেলায় ১২১২, হাওড়া জেলায় ১৫০, জলপাইগুড়ি জেলায় ৪৫৮, ঝড়গ্রাম জেলায় ১৮০ টি। এছাড়াও কলকাতায় ৯৪৭, মালদহ জেলায় ৬৯৯, মুর্শিদাবাদ জেলায় ৭৮৮, নদিয়া জেলায় ৯০৬, পশ্চিম বর্ধমান জেলায় ৪৮৫, পশ্চিম মেদিনীপুর জেলায় ৭৪৪ টি। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় ৯২৮, পূর্ব মেদিনীপুর জেলায় ৭৬, পুরুলিয়া জেলায় ৫২৪, শিলিগুড়িতে ১৪৯, দক্ষিণ ২৪ পরগনা ১৪৭১, উত্তর দিনাজপুর জেলায় ২৩৭টি শূন্যপদ রয়েছে। কিন্তু তবুও এই শূন্যপদ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।

আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে

এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন স্পষ্ট জানিয়েছে, নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। তার জন্য আবেদনপত্র জমা থেকে শুরু করে ইন্টারভিউ কল লেটার সবই মিলবে ওয়েবসাইটে। অর্থাৎ জটিলতা বা কোনো মধ্যস্থতা ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। কিন্তু প্রাথমিক নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৭ সালের পর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ থমকে গিয়েছিল। তাঁদের দাবি প্রায় ৮ বছর পরে নিয়োগ হচ্ছে। অথচ মাত্র ১৩,৪২১টি শূন্যপদে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, চলতি বছরেই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

আরও পড়ুন: পার্থর পর এবার জেলমুক্তি কল্যাণময়েরও! মিলল শর্তসাপেক্ষ জামিন

চাকরিপ্রার্থীদের মধ্যে এখন প্রধান আলোচনার বিষয় হল কোন জেলায় শূন্যপদের সুযোগ বেশি, আর কোন জেলায় প্রতিযোগিতা বেশি। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বীরভূম, কলকাতা ও মুর্শিদাবাদে শূন্যপদ বেশি থাকায় সেখানে আবেদনকারীদের নজর বেশি। তবে শিক্ষামহলের দাবি, বড় জেলার শূন্য পদের সংখ্যা বাড়ায় বহু প্রার্থী এবার যোগ্যতা অনুযায়ী সঠিক জেলা বেছে নেওয়ার সুযোগ পাবেন নিজে থেকেই। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে একাদশ-দ্বাদশ নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়া। জানা গিয়েছে আগামী ২৬ নভেম্বর থেকে প্রার্থীদের ইন্টারভিউ নে‌ওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC।

Leave a Comment