প্রার্থীপদ থেকে বাদ যাবে এদের নাম! হাইকোর্টে জানাল SSC

SSC Case

সৌভিক মুখার্জী, কলকাতা: এসএসসি ইস্যু (SSC Case) নিয়ে এবার আদালতে বিরাট আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি এসএসসির তরফ থেকে যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। আর সেখানে বহু অযোগ্য প্রার্থীদের নাম থাকার অভিযোগ ওঠে। এমনকি যোগ্যরাও বাদ পড়ে। এসএসসির তরফ থেকে যে লিস্ট প্রকাশিত হয়েছে, তাতে সম্পূর্ণ ম্যানিপুলেট করারই অভিযোগ উঠছে। এমনকি পার্ট টাইম টিচারদের অতিরিক্ত ১০ নম্বরও দেওয়া হয়েছে।

এদিকে এই নিয়েই হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তবে এবার আদালতে স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে, এসএসসির ফল প্রকাশ হলেও ভেরিফিকেশনের ত্রুটি ধরা পড়লে সেই ব্যক্তির নাম বাদ যাবে। এমনকি যদি কোনও পার্ট টাইম শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকে, তাহলেও তার নাম বাদ যাবে।

তালিকা থেকে বাদ যাবে এদের নাম

বলাবাহুল্য, এক পার্ট টাইম টিচার হাইকোর্টে এই মামলা দায়ের করেছিল। তবে আদালতে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কমিশন কাজ করছে। এমনকি অভিযোগ উঠছিল, রেজাল্ট প্রকাশের পর যারা পার্ট টাইম কাজ করতেন তারা অতিরিক্ত ১০ নম্বর পেয়েছেন। তবে কমিশন দাবি করছে যে, মামলাকারীদেরকে ১০ নম্বর দেওয়া হলে কাট অফ মার্ক ছাড়িয়ে যেত।

আরও পড়ুনঃ অত্যাধুনিক চিপ, স্ক্যানেই ঝামেলা শেষ! কেমন হবে ভবিষ্যতের পাসপোর্ট? প্রকাশ্যে প্রথম ঝলক

উল্লেখ্য, শিক্ষা দপ্তর আগেই স্পষ্ট জানিয়েছিল যে, ১৯৯৭ সালের পর যারা জন্মগ্রহণ করেছেন তারা কোনওভাবেই অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাওয়ার যোগ্য নয়। কিন্তু আবেদন করার সময় যেহেতু তারা আবেদন করেছিলেন, তাই তাদের বক্তব্য সত্যি ধরে নিয়েই ১০ নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু ভেরিফিকেশনের সময় তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে বলেই জানিয়েছে কমিশন। হ্যাঁ, কমিশনের তরফ থেকে স্পষ্টই বলা হয়েছে, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় এবং যদি কোনও ত্রুটি ধরা পড়ে তাহলে তাদের নাম বাদ যাবে।

Leave a Comment