সৌভিক মুখার্জী, কলকাতা: বড়দিন বা ক্রিসমাস (Christmas 2025) শুধুমাত্র আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব নয়, বরং সম্প্রীতি আর প্রিয়জনের সঙ্গে কাটানোরও এক বিশেষ উৎসব। শীতের মরসুমের এই দিনটিতে ভালোবাসা আর আন্তরিকতা প্রকাশ পায় সকলের মধ্যেই। হ্যাঁ, ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে উৎসবের আমেজে পালিত হয় বড়দিন। আর এই দিন প্রিয়জনকে শুভেচ্ছা (Merry Christmas 2025 Wishes) জানানোর রীতি প্রচলিত রয়েছে অতীতকাল থেকেই। পরিবার বলুন বন্ধু কিংবা পরিচিত মানুষজন, সবার সাথেই বড়দিনের শুভেচ্ছা এবং ভালোবাসা ভাগ করে নেওয়া যায়। আজ আমরা এই প্রতিবেদনে এমন কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরব, যেগুলি জানালে প্রিয়জন খুশিতে আত্মহারা হয়ে উঠবে।
প্রিয়জনকে এভাবে জানান বড়দিনের শুভেচ্ছা বার্তা
১) মেরি ক্রিসমাস। তোমার এই দিনটি ভালোবাসা এবং আনন্দে ভরে উঠুক। ঝলমলে হোক চারদিক।
২) তোমার জীবন যীশুর আশীর্বাদে আনন্দ আর সুখে পরিপূর্ণ হয়ে উঠুক। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
৩) আমার জীবনের প্রতিটি দিন তোমার উপস্থিতিতেই বড়দিনের মতো উৎসবমুখর। শুভ বড়দিন প্রিয়।
৪) বড়দিনে আপনার জীবন এবং কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য এবং শান্তি ফিরে আসুক। শুভ বড়দিন।
৫) সান্তা ক্লজ আসুক আর না আসুক, সারা জীবন যেন তোমার উপহার ভরে থাকে। শুভ বড়দিন।
৬) বড়দিনের এই আলো আপনার জীবনের অন্ধকার দূর করে নতুন আশার আলো নিয়ে আসুক। শুভ বড়দিন।
৭) শান্তি, সমৃদ্ধি আর আনন্দে ভরে উঠুক তোমার এই দিনটি। শুভ বড়দিন।
৮) এই শীতে তোমার জীবনে খুশি আর উষ্ণতার আমেজ ফিরে আসুক। শুভ বড়দিন।
৯) আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর সুখ এবং সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসুক।
১০) শুভ বড়দিন। হাসি, নাচ-গান এবং ভালবাসায় এই দিনটি ভরে উঠুক।
১১) বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। জীবনে আসুক আবারও নতুন রং।
১২) যীশুর জন্মদিন আপনার জীবনের উপর আশীর্বাদ ভরিয়ে নিয়ে আসুক। শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল।
১৩) বড়দিনের কেক আর ক্যান্ডেলের সুখে চারদিক মুখরিত হোক। শুভ বড়দিন।
১৪) বড়জনের এই পবিত্রতায় ভরে উঠুক আপনার মুন। ছুঁয়ে যাক হৃদয়ে ভালোবাসা।
১৫) শুভ বড়দিন। জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক। সমস্ত দিক থেকে উন্নতি লাভ করুন।
১৬) শুভ বড়দিন। এই শীতের সকালে তোমার দিনটা আরও ভালো কাটুক। জীবন হয়ে উঠুক আলোক উজ্জ্বল।
১৭) বড়দিনের এই আলোয় তোমার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ বড়দিনের শুভেচ্ছা রইল।
১৮) আরও একটি অসাধারণ বড়দিন উপভোগ করো। আর এই দিনটির আমেজ তোমার জীবনে সুখে ভরপুর করে তুলুক।
১৯) আমার ঠিকানাটা নিশ্চয়ই জানো। বড়দিনের কেকটা পাঠিয়ে দিও তাহলে। শুভ বড়দিনের শুভেচ্ছা রইল।
২০) বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমায়। তোমার পরিবারকে জানাই ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন।
২১) আমার তরফ থেকে বড়দিনের অনেক শুভেচ্ছা রইল সকলকে। এই শুভ দিনটি যেন অনেক অনেক ভালো কাটে।
২২) বিশ্বপিতা তুমি হে প্রভু, আমার প্রার্থনা এই শুধু, তোমার করুণা হতে বঞ্চিত না হই কভু। শুভ বড়দিন।
২৩) আমার তরফ থেকে তোমার এবং তোমার পরিবারকে ২৫ ডিসেম্বরের শুভেচ্ছা রইল। শুভ বড়দিন। সকলে ভালো থেকো।
২৪) ক্রিসমাস বা বড়দিন এমন একটি জাদুর কাঠি, যার পরশে পৃথিবীর সকল মানুষকেই ছুঁয়ে দেখা যায় সুখ এবং ভালোবাসার মাধ্যমে। শুভ বড়দিন।
২৫) এই দিনটি তোমার জীবনে নিয়ে আসুক অনেক অনেক শুভেচ্ছা। তুমি এবং তোমার পরিবার যেন সর্বদা সুখে থাকো। শুভ বড়দিন।
২৬) প্রত্যাশা করি সুন্দর একটি দিনটা শুধুমাত্র তোমারই হোক আর সুন্দর সময়ের প্রত্যাশা করি, যেটা শুধু তোমার কথাই বলবে। শুভ বড়দিন।
২৭) এই বড়দিনটি তোমার জীবনে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আসুক। তুমি যেন তোমার পরিবার নিয়ে সব সময় সুখে থাকো।
২৮) নতুন বছর তোমার জীবনে সুখ-সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসুক। শুভ বড়দিনের শুভেচ্ছা। নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল তোমার জন্য।
২৯) আজ এই বড়দিন উপলক্ষে কামনা করি, তোমার মনে যেন কখনো কোনও খারাপ চিন্তা না আসে। ঈশ্বর সর্বদা তোমার উপর সদয় থাকুক। শুভ বড়দিন।
৩০) অনেক অনেক ভালোবাসা আর কৌশলে তোমার জীবন ভরে উঠুক। বড়দিনের খুশি তোমার নতুন বছরের জন্য সঞ্চিত হয়ে উঠুক। খুশিতে আর সৌভাগ্যে ভরিয়ে রাখুক গোটা বছরটি। শুভ বড়দিন।
৩১) ভালোবাসা, আনন্দ সুন্দর মুহূর্তগুলির মধ্য দিয়ে রঙিন হয়ে উঠুক বড়দিন। শুভেচ্ছা রইল।
৩২) শত্রু তোমার বন্ধু হোক, আর বন্ধু যে সে আরও কাছে আসুক। বিপদে সবসময় ধৈর্য ধরো। সমস্ত বাধা পেছনে ফেলে এগিয়ে যাও। শুভ বড়দিনের শুভেচ্ছা।
৩৩) সান্তা ক্লজ যেন তার স্লেজগাড়ি করে তোমার জন্য ভরে ভরে উপহার নিয়ে আসে। তোমার জীবনটাও আরও সুখময় করে তুলবে। শুভ বড়দিন।
৩৪) জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুন্দর আর এবং উজ্জ্বলময় এই প্রার্থনাই করি। শুভ বড়দিনে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা জানাই।
৩৫) ডিসেম্বর মানেই সুন্দর একটি মাস। সব মুহূর্ত যেন আনন্দে কাটুক। মধুর হোক তোমার প্রতিটি মুহূর্ত। শুভ বড়দিন।
৩৬) বাড়িকে ভালোবাসো আর শুভেচ্ছাতে ভরিয়ে দাও। কাছে থাকুক তোমার প্রিয়জনরা। শুভ বড়দিনের শুভেচ্ছা।
৩৭) বড়দিনের আলোয় পরিবারের সঙ্গে আনন্দ খুঁজে পাও। শুভ বড়দিন।
৩৮) যীশুর জন্মদিনের দিন পরিবারের সকলে মিলে অনেক অনেক হইহুল্লোড় করে মেতে ওঠো। শুভ বড়দিন।
৩৯) ক্রিসমাসের আলোয় পরিবারের সঙ্গে আনন্দ খুঁজতে থাকো। জীবনে সব সময় যেন সুখ-সমৃদ্ধি ভরে ওঠে। শুভ বড়দিন।
৪০) বড়দিনের এই আনন্দের মুহূর্তে সান্তা ক্লজ ঝোলায় ভরে গিফট নিয়ে আসুক। তোমার জীবন যেন সর্বত্রভাবে সুন্দর হয়ে ওঠে। শুভ বড়দিন।
৪১) ডিসেম্বর মরসুম মানেই প্রেম, ক্রিসমাসের আনন্দ। বড়দিন সবার যেন অনেক অনেক ভালো কাটে।
৪২) মেরি ক্রিসমাস। বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের নিয়ে অনেক অনেক আনন্দ করো।
৪৩) ক্রিসমাসের ভালোবাসা, সুখ এবং শান্তি আপনার জীবনে ভরে উঠুক। বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।
৪৪) শুভ ক্রিসমাস। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। পাশাপাশি প্রেমে ভরে উঠুক দিনটি। মেরি ক্রিসমাস।
৪৫) শান্তি, আনন্দ এবং ভালোবাসায় ভরে উথুক আজকের দিনটি। বড়দিনের শুভেচ্ছা রইল। শুভ বড়দিন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের।
৪৬) বড়দিনের এই বিশেষ দিনটি যেন শান্তির বার্তা নিয়ে আসে। শুভ বড়দিনের শুভেচ্ছা রইল।
৪৭) মেরি ক্রিসমাস। প্রার্থনা করি, ঈশ্বরের ভালোবাসা যেন সবসময় আপনার সঙ্গে থাকে এবং সাফল্যের শিখরে পৌঁছে যান।
৪৮) তোমার মতো বন্ধু পেয়ে সত্যিই আমি ধন্য। শুভ বড়দিন। অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো সুস্থ থেকো।
আরও পড়ুন: মাধ্যমিক পাসে রেলে ২২,০০০ গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন?
৪৯) প্রতিটি আলো তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিক। শুভ বড়দিনের শুভেচ্ছা।
৫০) আমার ভালবাসা এবং শুভেচ্ছা সব সময় তোমার সঙ্গে আছে। শুভ বড়দিন।