বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মাসেই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান পর্ব সম্পন্ন হয়েছে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের। আর কিছুদিনের মধ্যেই বিবাহ বন্ধনেও আবদ্ধ হবেন দুজনে। আর এরই মাঝে সাংসদের সাথে নতুন জীবনে পদার্পণের জের, রিঙ্কু সিংকে বড় পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতীয় তারকার নামও বাতিল করা হয়েছে বিশেষ তালিকা থেকে।
রিঙ্কুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশনের
ভারতীয় তারকা রিঙ্কু সিংকে ভোটার সচেতনতা প্রচারের উদ্দেশ্যে যুব আইকন হিসেবে যুক্ত করা হয়েছিল। তবে গতমাসে সমাজবাদী পার্টির নেত্রী তথা সাংসদ প্রিয়ার সাথে বাগদানকে কারণ করেই এবার রিঙ্কুকে ভোটার সচেতনতা প্রচারের দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই সমস্ত কর্মকর্তাকে রিঙ্কুর ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, প্রচারের পোস্টার থেকে শুরু করে ভিডিও, ওয়েবসাইট সহ সমস্ত জায়গা থেকে ভারতীয় তারকার ছবি সরিয়ে ফেলার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
Election Commission decision on Rinku Singh: मतदाता जागरूकता अभियान से हटे रिंकू
Election Commission decision on Rinku Singh:चुनाव आयोग ने रिंकू सिंह को हटाया ,मतदाता जागरूकता अभियान से हटे रिंकू ,सभी प्रचार सामग्री से हटाई गई फोटो,रिंकू ने सपा सांसद प्रिया से की थी सगाई
#ElectionCommission #RinkuSingh #VoterAwareness #zeeupuk
Posted by Zee UP UK on Friday, August 1, 2025
অবশ্যই পড়ুন: আনলিমিটেড কলিং, দৈনিক 2GB ডেটা সহ SMS মাত্র 1 টাকায়, আজাদি প্ল্যান লঞ্চ করল BSNL
প্রিয়ার সাথে সম্পর্কের জন্যই কি এমন পদক্ষেপ?
রিপোর্ট অনুযায়ী, সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সাথে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার কারণেই ভারতীয় ক্রিকেটারকে ভোটার সচেতনতা প্রচারের দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। আসলে কমিশনের নীতি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন, তাহলে তিনি ভোটার সচেতনতা থেকে বাদ পড়বেন। মূলত নিরপেক্ষতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সেই নিয়মই ইঞ্চিতে ইঞ্চিতে খেটে গেল KKR তারকার ক্ষেত্রে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, রাজনৈতিক দলের সাথে যুক্ত কেউ, ভোটের আগে প্রচার কর্মসূচির অংশ হতে পারবেন না। ঠিক সেই কারণেই, ভারতের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। আসলে নিরাপত্তা সর্বাত্তভাবে বজায় রাখতে কর্মকর্তাদেরও কড়া নির্দেশ দেয়া হয়েছে।