প্রোটিয়াদের কাছে সিরিজ হেরে WTC পয়েন্ট টেবিলে পাকিস্তানেরও নিচে ভারত

India On WTC Points Table after lost to South Africa

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বুকের উপর দাঁড়িয়ে বুধবার ভারতকেই চুনকাম করে ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট থেকেই দাপট দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছিল টেম্বা বাভুমার দল। যার জেরে 30 রানের ব্যবধানে ইডেন টেস্টে মুখ থুবড়ে পড়েছিল ভারত। গুয়াহাটিতে এসে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ড্র করার স্বপ্ন দেখেছিলেন টিম ইন্ডিয়ার ভক্তরা। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন অধরাই থেকে গেল। ঋষভ পন্থদের উপর ঝাঁজালো আক্রমণ শানিয়ে শেষ টেস্ট 408 রানে জিতে গোটা সিরিজ পকেটস্থ করল দক্ষিণ আফ্রিকা। আর তাতেই 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেল ভারত (India On WTC Points Table)।

হারের পর পাকিস্তানেরও নিচে টিম ইন্ডিয়া

দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সেই সূত্রেই ভারতীয় বোলিং বিভাগকে বোকা বানিয়ে প্রথম ইনিংসেই 489 রান তুলে দেয় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে 201 রানের বেশি তুলতে পারেনি ভারত। এদিকে ভারতকে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে 260 রান তোলে বিদেশিরা। সেখানেই একপ্রকার সিরিজ হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এদিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের পর জিততে হলে ভারতকে করতে হতো 549 রান। তবে দুর্বল ব্যাটিং অর্ডার নিয়ে সেই স্বপ্ন দেখার আগেই 140 এ ভেঙে পড়ে মেন ইন হোয়াইটের দুর্গ।

বুধবার, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর WTC পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে জয়ের পর এই মুহূর্তে 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট এখন 36। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই জিতে 48 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে শ্রীলঙ্কা এবং তারপরেই মাত্র 12 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তান। লজ্জার বিষয়, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর 52 পয়েন্ট নিয়েও তালিকার পঞ্চম স্থানে অর্থাৎ পাকিস্তানের নিচে জায়গা হয়েছে ভারতীয় দলের। তাদের পয়েন্ট পার্সেন্টেজ 49.52। এছাড়াও তালিকার ষষ্ঠ স্থানে ইংল্যান্ড, সপ্তম স্থানে বাংলাদেশ, অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। নিউজিল্যান্ড এখনও 2025-27 WTC চক্রে যাত্রা শুরু করেনি।

India On WTC Points Table

অবশ্যই পড়ুন: হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়া! ভারতকে চুনকাম করে সিরিজ পকেটে পুরল দক্ষিণ আফ্রিকা

কাঠগড়ায় গৌতম গম্ভীর!

দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হওয়ার পরই ভারতীয় ভক্তদের কাঠগড়ায় উঠেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। প্রশ্ন উঠছে তাঁর ভূমিকা নিয়ে। অনেকেই বলছেন, 2024 সালের জুলাইয়ে গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব হাতে নেওয়ার পরই লাল বলের ক্রিকেটে দুর্দশা হয়েছে ভারতের। একের পর এক আসরে অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বলাই বাহুল্য, গম্ভীরের দায়িত্ব গ্রহণের পর থেকে মোট 19টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছে টিম ইন্ডিয়া। যার মধ্যে মাত্র 7টিতে জয়, দুটি টেস্টে ড্র এবং বাকি 10 টেস্টে হারতে হয়েছিল শুভমনদের।

Leave a Comment