বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বিশ্বের অন্যতম দেশ পাকিস্তান সফরের আগে বাকি দেশগুলির মাথায় প্রথম প্রশ্ন আসে নিরাপত্তা। তার উপর সম্প্রতি ইসলামাবাদ বোমা বিস্ফোরণ গোটা বিশ্ববাসীকে ভাবিয়েছে। মূলত সে কারণেই, ইসলামের দেশটিতে খেলতে যাওয়ার আগে যথেষ্ট সচেতন অস্ট্রেলিয়া। মূলত সে কারণেই, বাবর আজমদের দেশে খেলতে (Australia Vs Pakistan) যাওয়ার প্রাক্কালে লাহোরে বিশেষ প্রতিনিধিদল পাঠালো অস্ট্রেলিয়া। বিশেষত জঙ্গি হামলায় ক্রিকেটারদের প্রাণহানির আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে ক্রিকেট বিশ্বের সুপারপাওয়ার হিসেবে পরিচিত দেশটি।
পাকিস্তানে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল
আসছে বছর অর্থাৎ 2026 এর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে লাহোরে পাঠানো হয়েছে একটি প্রতিনিধি দলকে। সেই দলই স্বাগতিকদের দেশের অবস্থা খতিয়ে দেখে ক্রিকেট অস্ট্রেলিয়াকে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে প্লেয়ারদের পাকিস্তানে খেলতে পাঠাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
বলাই বাহুল্য, 2026 এর জানুয়ারিতেই পাকিস্তান সফরের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। আপাতত যা খবর, প্রথমদিকে তিনটে টি-টোয়েন্টি খেলার পর তিন ম্যাচের একদিনের সিরিজ অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এ সংক্রান্ত আভাস পাওয়া গেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও দিপাক্ষিক সিরিজের ভেন্যু নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে, প্রত্যেকটি ম্যাচই হবে লাহোর স্টেডিয়ামে।
অবশ্যই পড়ুন: স্মরণীয় হয়ে থাকবে কলকাতা সফর! মেসিকে বিরাট উপহার দিতে চলেছে মোহনবাগান
প্রসঙ্গত, সম্প্রতি ইসলামাবাদের আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে 12 জনের। আহত হয়েছেন 25 জন। আর সেই ঘটনার পরই জঙ্গি হামলা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পাকিস্তানে। যার রেশ গিয়ে পড়েছে অন্যান্য দেশগুলির উপরেও। সে কারণেই স্বদেশী ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে লাহোরে পৌঁছে ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সাথে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা সেরেছেন এক নিরাপত্তা উপদেষ্টা, অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি এবং অস্ট্রেলিয়া হাইকমিশনের কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি।